শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুরঞ্জিত সেন স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

সুরঞ্জিত সেন স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

কাজিপুর বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলার জহুর হক মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।সভায় প্রধান সহসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, যাদের অবদানে আ.লীগ ক্রান্তিকাল পার করেছেন তাদের একজন বাবু সুরঞ্জিত সেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর খুব ঘনিষ্টদের একজন। অপশক্তির দল বারবার তাকে রাজপথে রক্তাক্ত করেছে, জেল খাটিয়েছে কিন্তু নীতি থেকে তিনি কখনও সরে যাননি। অভিনেত্রি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রি হাসান ইমাম, বিশিষ্ট অভিনেতা হাসান ইমাম,আ.লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, জোটের সাধারন সম্পাদক অরুণ সরকার রানা, বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলম প্রমূখ। 

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য।এরপর স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছিলেন। ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা সর্বশেষ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন ।

সুরঞ্জিত সেনগুপ্ত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।

২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎ্সাধীন অবস্থায় ৭২ বছর বয়সে সুরঞ্জিত সেনগুপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর