শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইকোনমিক জোনের ভূমি অধিগ্রহণের ৮কোটি টাকার চেক হস্তান্তর

ইকোনমিক জোনের ভূমি অধিগ্রহণের ৮কোটি টাকার চেক হস্তান্তর

সিরাজগঞ্জে ইকোনমিক জোন লিমিটেড কর্তৃক অধিগ্রহনকৃত ১০৪৩ একর জমির মালিকদের মাঝে ৮কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর ও পুনর্বাসন কেন্দ্রের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বেড়া খাড়–য়া গ্রামে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার ৫টি মৌজার ১শ’ জন ক্ষতিগ্রস্তের মাঝে এসব চেক হস্তান্তর করেন।

এ সময় সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পরিচালক শেখ মনোয়ার হোসেন, জেনারেল ম্যানেজার শহিদুর রহমান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রশীদ মৃধা, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দিন শামীম, বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মোছা. আফসানা ইয়াসমিন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। 

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন জানান, ভূমি অধিগ্রহণের ফলে ১হাজার ২শ’ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপুরণের আবেদন করেছেন। আজ মোট ১শ’ জনকে ৮ কোটি টাকার অনুদানের চেক দেয়া হলো। পর্যায়ক্রমে অন্যদেরও দেয়া হবে। আগামী ৩ বছরের মধ্যে ইকোনমিক জোন পূর্ণাঙ্গ রূপ পেলে এখানে ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দিন শামীম ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আর কেউ কোন ধরনের হয়রানীর স্বীকার হবেন না। সপ্তাহে ৩দিন মৌজাভিত্তিক জনগণের সাথে বসে তাদের সকল সমস্যা সমাধানের মাধ্যমে অতিদ্রুত বাকী চেকগুলো হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বলেন, সিরাজগঞ্জ ইকোনমিক জোন কর্তৃপক্ষ সমুদয় টাকা সরকারি কোষাগারে বহু আগেই জমা দিয়েছেন। যাদের কাগজপত্র ঠিক আছে তাদের মাঝে অতিদ্রুত চেক হস্তান্তর করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর