মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ইকোনমিক জোনের ভূমি অধিগ্রহণের ৮কোটি টাকার চেক হস্তান্তর

ইকোনমিক জোনের ভূমি অধিগ্রহণের ৮কোটি টাকার চেক হস্তান্তর

সিরাজগঞ্জে ইকোনমিক জোন লিমিটেড কর্তৃক অধিগ্রহনকৃত ১০৪৩ একর জমির মালিকদের মাঝে ৮কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর ও পুনর্বাসন কেন্দ্রের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বেড়া খাড়–য়া গ্রামে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার ৫টি মৌজার ১শ’ জন ক্ষতিগ্রস্তের মাঝে এসব চেক হস্তান্তর করেন।

এ সময় সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পরিচালক শেখ মনোয়ার হোসেন, জেনারেল ম্যানেজার শহিদুর রহমান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রশীদ মৃধা, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দিন শামীম, বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মোছা. আফসানা ইয়াসমিন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। 

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন জানান, ভূমি অধিগ্রহণের ফলে ১হাজার ২শ’ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপুরণের আবেদন করেছেন। আজ মোট ১শ’ জনকে ৮ কোটি টাকার অনুদানের চেক দেয়া হলো। পর্যায়ক্রমে অন্যদেরও দেয়া হবে। আগামী ৩ বছরের মধ্যে ইকোনমিক জোন পূর্ণাঙ্গ রূপ পেলে এখানে ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দিন শামীম ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আর কেউ কোন ধরনের হয়রানীর স্বীকার হবেন না। সপ্তাহে ৩দিন মৌজাভিত্তিক জনগণের সাথে বসে তাদের সকল সমস্যা সমাধানের মাধ্যমে অতিদ্রুত বাকী চেকগুলো হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বলেন, সিরাজগঞ্জ ইকোনমিক জোন কর্তৃপক্ষ সমুদয় টাকা সরকারি কোষাগারে বহু আগেই জমা দিয়েছেন। যাদের কাগজপত্র ঠিক আছে তাদের মাঝে অতিদ্রুত চেক হস্তান্তর করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ