সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

গরমে মেকআপ বাঁচাতে...

গরমে মেকআপ বাঁচাতে...

গরমকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে সামান্য গরমেই বেশ ঘাম হয়, যা মেকআপ গলে নষ্ট হয়ে যাওয়া বা কিছুক্ষণ পর ভেসে উঠার অন্যতম কারণ।  আর মেকআপ গলে যাওয়ার কারণে মুখটা তামাটে বা কালচে দেখায়। একে মেকআপ অক্সিডাইযডও বলা হয়। এরকম অবস্থায় পড়তে হয় প্রায় সব নারীকেই। চলুন জেনে নেয়া যাক মেকআপ গলে যাওয়া এড়ানোর কিছু উপায়-     

১. মুখের বেজ শুরু করার আগে মুখে এক টুকরো বরফ ঘষে নিন। মুখের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করতে এটি সাহায্য করবে। চাইলে বরফ ঘষার আগে স্ক্রাব করে নিতে পারেন এতে ত্বকের অমসৃণ ভাব কেটে যাবে এবং মেকাপ করার পর কেকি ভাবটা থাকবেনা।

২. ময়েশ্চারাইজার ব্যবহার করুন, তবে অয়েল ফ্রি। আর যাদের ত্বক শুষ্ক তারা সাধারণ ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৩. মেকআপকে গলে যাওয়া থেকে রক্ষা করতে ও দীর্ঘস্থায়ী করতে প্রাইমার ব্যবহার করুন। হাতে খুব অল্প পরিমাণ নিয়ে মুখে ঘষে ঘষে লাগিয়ে ফেলুন, এতে নিখুঁত বেজ তৈরি করতে সুবিধা হবে। 

৪. গরমে ফাউন্ডেশন এড়িয়ে যাওয়াই ভালো। যদি ব্যবহার করতেই হয় তবে অয়েল ফ্রি ফাউন্ডেশন ব্যবহার করবেন। শুষ্ক ত্বকের অধিকারীরা ময়েশ্চারাইজারের সাথে সামান্য ফাউন্ডেশন মিশিয়ে ব্যবহার করুন। এছাড়া বিবি ক্রিম ব্যবহার করতে পারেন।

৫. চোখের সাজের ক্ষেত্রে ম্যাট পাউডার বেসড আই শ্যাডো ব্যবহার করুন। দিনের বেলায় হালকা সাজের জন্য ব্যবহার করুন পেন্সিল কাজল ও পেন্সিল আইলাইনার। ছড়িয়ে যাওয়া রোধ করতে এর উপর হালকা পাউডার দিয়ে নিন। ওয়াটার প্রুফ মাশকারা ও আই লাইনার ব্যবহার করুন। এতে করে ঘাম হলেও তা থেকে চোখের সাজ নষ্ট হবেনা।

৬. গরমে ম্যাট লিপস্টিক ব্যবহার সবচেয়ে সুবিধাজনক। লিপস্টিক লাগানোর পর সামান্য পাউডার দিয়ে নিলে অনেকক্ষণ পর্যন্ত থাকবে।

৭. ব্লাশন দেয়ার ক্ষেত্রেও ব্যবহার করুন পাউডার বেসড ব্লাশ। কনটোরিং এর জন্য ম্যাট ব্রঞ্জার বেছে নিন। সবশেষে মেকাপ সেটিং স্প্রে ব্যবহার করুন। সেটিং স্প্রে না থাকলে সামান্য গোলাপজল স্প্রে করুন,কারণ এটিও প্রায় একই ভাবে মেকাপকে সেট করার কাজ করে।

৮. মেকআপ শেষ করার পর হাত দিয়ে মুখের ত্বক স্পর্শ করা থেকে বিরত থাকুন। যখনই অনুভব করবেন যে আপনার ঘাম হচ্ছে এবং মেকাপ গলে যাওয়ার পথে, টিস্যু দিয়ে আলতো করে চেপে শুধু ঘামটুকু মুছে নিন। বাইরে বের হলে ব্যাগে সবসময় টিস্যু রাখুন।

৯. মেকআপ কে দীর্ঘস্থায়ী করার জন্য যতটা সম্ভব অয়েল ফ্রি আর ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার করার চেষ্টা করুন। খুব বেশি প্রয়োজন না হলে গরমে দিনের বেলায় ভারি মেকাপ এড়িয়ে চলুন। কারণ গরমে যত বেশি মেকআপ করবেন, তা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ