মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এবার নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিল জাপান

এবার নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিল জাপান

প্রথমবারের মতো নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিয়েছে এশিয়ার পূর্বাঞ্চলীয় দেশ জাপান। জাপানি নারীদের মধ্যে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির সরকার বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এ বিষয়ে মন্ত্রী নিয়োগ দিল। বিশ্বে প্রথম নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিয়েছিল যুক্তরাজ্য।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা নিঃসঙ্গতা মন্ত্রী হিসেবে তেতসুশি সাকামোতোকে নিয়োগ দেন। সাকামোতো দেশটির জন্মহার কমানো ও আঞ্চলিক অর্থনীতি পুনরুজ্জীবিত করার লড়াইয়ের দায়িত্বও পালন করছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ২০২০ সালে জাপানে করোনা ভাইরাস মহামারির পুরুষদের মধ্যে আত্মহত্যার হার কিছুটা কমে এলেও উদ্বেগজনকভাবে নারীদের আত্মহত্যা প্রায় ১৫ শতাংশ বেড়ে যায়। ২০১৯ সালের অক্টোবরের চেয়ে ২০২০ সালের অক্টোবরে দেশটিতে নারীদের আত্মহত্যার হার বেড়েছে ৭০ শতাংশেরও বেশি। এমন বাস্তবতায় নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিল জাপান সরকার।

দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য নিঃসঙ্গতা মন্ত্রণালয় চালু করেছিল। আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির মধ্যে দ্বিতীয় দেশ হিসেবে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সুগা ক্যাবিনেটে নিঃসঙ্গতা মন্ত্রণালয় যুক্ত করে।

নিঃসঙ্গতা মন্ত্রী হয়ে তার মন্ত্রণালয়ের উদ্বোধনী সংবাদ সম্মেলনে সাকামোতো বলেন, আমাদের নারীদের আত্মহত্যার হার বৃদ্ধিসহ অন্যান্য জাতীয় বিষয়ে কাজ করতে প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে নারীদের আত্মহত্যার বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণের দায়িত্ব দিয়েছেন। আমাদের নাগরিকদের মধ্যে সামাজিক নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব আশাবাদী।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর