বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ফাহিম নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর।

ফাহিম চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী গ্রামের লেলাংগারা এলাকার মোশাররফ আলী মুনসীর বাড়ির মৃত ফরিদ আহমেদের ছেলে।

জানা যায়, গত ১০ জানুয়ারি বিকেলে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় আহত হন ফাহিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার হয়। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আইসিইউতে মঙ্গলবার সকালে মারা যান।

ফাহিমের মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: