বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ভাটারা থানা থেকে চুরি হওয়া পুলিশের মোটরসাইকেল উদ্ধার, ৪ চোর গ্রেপ্তার

ভাটারা থানা থেকে চুরি হওয়া পুলিশের মোটরসাইকেল উদ্ধার, ৪ চোর গ্রেপ্তার

সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন ইব্রাহিম (২৮), রহমতুল্লাহ (২২) ও গ্রেপ্তার  অন্য দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হলো না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শনিবার (১০ জানুয়ারি) ভাটারা থানার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান সনাক্ত করে। পরবর্তীতে আজ মঙ্গলবার দুপুর আনুমানিক দুপুরে  ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর মরিচাকান্দি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি একজন পুলিশ সদস্যের।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: