বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মিরপুরে জামায়াত-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া,সংঘর্ষে আহত অন্তত ১৬

মিরপুরে জামায়াত-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া,সংঘর্ষে আহত অন্তত ১৬

সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এশার মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মী ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ জনের মতো জামায়াত সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে ,এশার নামাজের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আল মোবারক জামে মসজিদে নির্বাচন সংশ্লিষ্ট প্রচারণামূলক বক্তব্যসহ ধর্মীয় বয়ানকালে বিএনপির নেতাকর্মী অতর্কিতভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর হামলা চালায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে জামায়াতে ইসলামীর মোট ১৬ জন নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের খবরটি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, সন্ধ্যায় আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে, কি নিয়ে ঘটনা তা এখনো বিস্তারিত জানা যায়নি।

এসএএ/এসএমডব্লিউ

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: