সংগৃহীত
রাজধানী পল্টন থানার খদ্দার মার্কেটের সামনে আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের মাঝে চাপা পড়ে আহত ইলিয়াস হোসেন(২৫) নামে বাসের এক হেলপারের মৃত্যু হয়েছে। সে ভিক্টর বাসের হেলপার ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে বারোটায় ১০২ নম্বর ওয়ার্ডে মারা যায় সে।
ইলিয়াস হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার কলাচিপা থানার চর বিশ্বাস গ্রামে।সে ওই এলাকার আব্দুর রশিদ সরকারের ছেলে ছিল।
নিহত ইলিয়াসের বোন রোকসানা জানায়, আমার ভাই ভিক্টর পরিবহনের হেলপার ছিল। রাতে জানতে পারি আমার ভাই আজমির এই পরিবহন ও ভিক্টর পরিবহন এর মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাকে ১০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি দেয় চিকিৎসক। রাত সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়। এই ঘটনায় আজমেরী পরিবহন ও ড্রাইভার পল্টন থানা হেফাজতে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশকে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, পল্টন থেকে আহত অবস্থায় এক বাসে হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডে মারা যায় সে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।
সূত্র: ঢাকা পোষ্ট









