সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে মোট ৩৫ জন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের পরে এ নির্বাচনে বিভাগের ১০ জেলায় ৩৬টি আসনে মোট ২০১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে, ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
খুলনার প্রত্যাহারকারী ৫ প্রার্থী হলেন, খুলনা-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, খুলনা-২ আসনে খেলাফত মজলিসের শহিদুল ইসলাম, খুলনা-৩ আসনে খেলাফত মজলিসের এফএম হারুন অর রশীদ, খুলনা-৪ আসনে জামায়াতের কবিরুল ইসলাম ও খুলনা-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কাইউম জমাদ্দার।
সাতক্ষীরা জেলার প্রত্যাহার করা ৩ জন হলেন, সাতক্ষীরা-২ আসনে এবি পার্টি’র জিএম সালাউদ্দীন, এলডিপি’র শফিকুল ইসলাম শাহেদ ও সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা।
বাগেরহাট জেলার ৬ জন প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাগেরহাট-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাগেরহাট-২ স্বতন্ত্র এম এ সালাম, খেলাফত মজলিসের নাছের ইকবাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের রমিজ উদ্দীন, বাগেরহাট-৩ এ বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জুলফিকার হোসেন ও এনসিপির মো. রহমাতুল্লাহ।
বিজ্ঞাপন
যশোর জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- যশোর-১ এ স্বতন্ত্র আবুল হাসান জহির, যশোর-৩ এ এনসিপির খালেদ সাইফুল্লাহ ও যশোর-৪ এ স্বতন্ত্র ফারহান সাজিদ।
নড়াইল জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- নড়াইল-১ এ বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুর রহমান, স্বতন্ত্র গাজী মাহাবুবুর রহমান ও নড়াইল-২ এ খেলাফত মজলিসের আব্দুল হান্নান সরদার।
মাগুরা জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- মাগুরা-১ এ খেলাফত মজলিসের মোহাম্মদ ফয়জুল ইসলাম ও গণফোরামের মোঃ মিজানুর রহমান।
ঝিনাইদহ জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আসাদুজ্জামান ও ঝিনাইদহ-৩ এ এবি পার্টির মুজাহিদুল ইসলম।
চুয়াডাঙ্গা জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন- চুয়াডাঙ্গা-১ এ এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন, এনসিপির মোল্লা ফারুক এহসান, ইসলামী আন্দোলনের হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা-২ এ এবি পার্টির আলমগীর হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের নুর হাকিম।
কুষ্টিয়া জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন কুষ্টিয়া-২ এ বাংলাদেশ ফেলাফত মজলিসের আরিফুজ্জামান, খেলাফত মজলিসের আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ এ খেলাফত মজলিসের সিরাজুল হক, কুষ্টিয়া-৪ এ এবি পার্টির আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র শেখ সাদী।
এছাড়া মেহেরপুর-১ আসনে এনসিপির সোহেল রানা।
এদিকে প্রত্যাহারের পর খুলনা বিভাগে ৩৬ টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২০১ জন। এর মধ্যে খুলনা-১ এ ১২ জন, খুলনা-২ এ তিন জন, খুলনা-৩ এ ১০ জন, খুলনা-৪ এ চারজন, খুলনা-৫ এ চারজন এবং খুলনা-৬ এ ৫ জন।
সাতক্ষীরা-১ এ ৫ জন, সাতক্ষীরা-২ এ ৫ জন, সাতক্ষীরা-৩ এ ৬ জন, সাতক্ষীরা-৪ এ চারজন, বাগেরহাট-১ এ ৮ জন, বাগেরহাট-২ এ ৪ জন, বাগেরহাট-৩ এ ৫ জন, বাগেরহাট-৪ এ ৬ জন, নড়াইল-১ এ ৭ জন, নড়াইল-২ এ ৮ জন, মেহেরপুর-১ এ ৪ জন, মেহেরপুর-২ এ ৩ জন, কুষ্টিয়া-১ এ ৮ জন, কুষ্টিয়া-২ এ ৫ জন, কুষ্টিয়া-৩ এ ৬ জন, কুষ্টিয়া-৪ এ ৬ জন, চুয়াডাঙ্গা-১ এ ৩ জন, চুয়াডাঙ্গা-২ এ ৩ জন, ঝিনাইদহ-১ এ ৫ জন, ঝিনাইদহ-২ এ ৬ জন, ঝিনাইদহ-৩ এ ৪ জন, ঝিনাইদহ-৪ এ ৬ জন, যশোর-১ এ ৪ জন, যশোর-২ এ ৮ জন, যশোর-৩ এ ৬ জন, যশোর-৪ এ ৭ জন, যশোর-৫ এ ৫ জন, যশোর-৬ এ ৫ জন, মাগুরা-১ এ ৭ জন ও মাগুরা-২ এ ৪ জন।
মোহাম্মদ মিলন/আরকে
সূত্র: ঢাকা পোষ্ট










