সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ত্রাণ পেয়েছে সাড়ে ৭২ হাজার পরিবার

চট্টগ্রামে ত্রাণ পেয়েছে সাড়ে ৭২ হাজার পরিবার

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় গত দুই সপ্তাহে চট্টগ্রামে ৭২ হাজার ৪৮৭ পরিবার সরকারি ত্রাণ পেয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। করোনায় করণীয় নিয়ে এদিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

কনফারেন্সে জেলা প্রশাসক বলেন, ‘চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে এ পর্যন্ত ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুইজন করোনা পজেটিভ। এছাড়া করোনা প্রাদুর্ভাব শুরুর পর গত দুই সপ্তাহে চট্টগ্রামে ৭২ হাজার ৪৮৭ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব মানতে বাধ্য করার লক্ষে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আর যারা কারো কাছে সহায়তা চাইতে পারছেন না রাতে তাদের জন্য বাড়ি বাড়ি সহায়তা পাঠানো হচ্ছে। বিশেষ করে ৩৩৩ নম্বরে ফোন করে অনেকে সহায়তা চাচ্ছেন।’

জেলা প্রশাসকের কথার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে ১৬২ জনের পরিক্ষায় দুইজন পাওয়া গেছে। আর যাতে না বাড়ে। মসজিদে গেদারিংয়ের কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা ছোঁয়াচে রোগ, সেজন্য আপনারা সবাই ঘরে বসে এবাদত করুন, নামাজ আদায় করুন, শুকরিয়া আদায় করুন। শবে বরাতের রাতে আমরা সবাই মিলে আল্লাহ তায়ালার কাছে দুই হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন আমাদের করোনা থেকে মুক্তি দেয়।'

এ সময় প্রধানমন্ত্রী মসজিদের একজন ইমামের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু চট্টগ্রাম প্রান্তে এমন কেউ না থাকায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একজন ইমামের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, যাতে মসজিদে উপস্থিতির বিষয়ে জানতে পারি।’

চট্টগ্রামের জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এ জেলায় প্রচুর বিদেশি রয়েছে। যারা বিদেশ থেকে এসেছেন তাদেরকে সঠিকভাবে কোয়ারেন্টাইনে রাখবেন। আর যেহেতু চট্টগ্রাম লকডাউন করা হয়েছে, সে কারণে বাইরে থেকে কেউ যেন চট্টগ্রামে প্রবেশ না করেন এবং চট্টগ্রাম থেকে কেউ যেন বাইরে যেতে না পারে, সে ব্যবস্থা করবেন। আর আত্মীয়-স্বজনকে ফোন করে বলে দেবেন, তারা যেন আপাতত চট্টগ্রামে না আসে এবং যারা চট্টগ্রামে আছেন তারাও যেন কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে না যান।

চট্টগ্রাম প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সেনাবাহিনীর প্রতিনিধি বিগ্রেডিয়ার জেনারেল আজাদ, চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ