শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

সিরাজগঞ্জের তাড়াশ ও কামারখন্দ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তোহা হোসেন(০৭) নামে এক শিশু ও জহুরুল ইসলাম(২৩) নামে ব্যাটারি চালিত অটোভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাড়সড়কের তাড়াশের খালকুলা বাজার এলাকায় তোহা হোসেন এবং রবিবার গভীর রাতে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম মারা যান। নিহত শিশু তোহা তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে এবং জহুরুল কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজারে বাবার হাত ছেড়ে দৌঁড় দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ওষুধ সরবরাহকারী একটি কার্ভাডভ্যান চাপায় ঘটনাস্থলেই তোহা হোসেন নিহত হয়। অপরদিকে কামারখন্দ থানার ওসি রাকিবুল হুদা জানান, রবিবার রাত সাড়ে নয়টার দিকে ব্যাটারী চালিত অটোভ্যানে বালু বোঝাই করে নিজ বাড়িতে ফিরছিলেন জহুরুল। তিনি কর্ণকয়েলগাতি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এসময় ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক জহুরুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর