শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামে ডাঃ হাবিবে মিল্লাতের গণসংবর্ধনা আজ

সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামে ডাঃ হাবিবে মিল্লাতের গণসংবর্ধনা আজ

আজ ২৩ শে ফেব্রুয়ারি (শনিবার) সিরাজগঞ্জ জেলার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নাকে গণসংবর্ধনা দেয়া হবে। সংবর্ধনা শেষে সংগীত পরিবেশন করবেন উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী নচিকেতা, বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রাণপুরুষ জেমস এবং দর্শক নন্দিত শিল্পী ও মাননীয় সাংসদ মমতাজ বেগম। সিরাজগঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় ও উৎসবমুখর এই আয়োজনে সকলেই আমন্ত্রিত জানিয়েছে সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না। 

সম্মিলিত নাগরিক জোট সিরাজগঞ্জের আহবায়ক অধ্যাপক টি. এম. সোহেল জানান, সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতি, সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ পৃথক পৃথকভাবে ডাঃ হাবিবে মিল্লাতকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। সংবর্ধনা উপলক্ষ্যে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তোরণ ও পোস্টার-ব্যানার লাগানো হয়েছে।

অত্যন্ত দক্ষ, মেধাবী, কর্মঠ, সৃজনশীল মানুষ ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ইতোমধ্যে তার সততা ও যোগ্যতায় লক্ষ কোটি মানুষের হৃদয় জয় করেছেন। সিরাজগঞ্জের অভূতপূর্ব উন্নয়ন করে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত সিরাজগঞ্জকে উন্নয়নের শিখরে পৌছে দিয়েছেন। সৃষ্টিশীল কাজের উদাহরণ হয়ে হাবিবে মিল্লাত মুন্না সিরাজগঞ্জের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। ইন্টারপার্লামেন্টারী ইউনিয়ন (আইপিউ) এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি এবং আইএফআরসি’র গভর্ণিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।

ডাঃ হাবিবে মিল্লাত বাংলদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখে চলেছেন। এমন একজন গুনি ও সৎ মানুষকে নিয়ে সিরাজগঞ্জবাসী গর্বিত। আমাদের এ গর্বিত সন্তানকে সম্মান জানাতে আজ প্রস্তুত সিরাজগঞ্জবাসী।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর