শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশু ঠাণ্ডা-কাশিতে ভুগছে? জেনে নিন সমাধানের উপায়

শিশু ঠাণ্ডা-কাশিতে ভুগছে? জেনে নিন সমাধানের উপায়

বড়দের তুলনায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই যে কোনো অসুখই তাদের সহজে কাবু করে ফেলে। বিশেষ করে ঠাণ্ডা-জ্বর, কাশি, হাঁচি, নাক দিয়ে পানি ঝরার মতো রোগে শিশুরা বেশি ভুগে থাকে।

বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আবিদ হোসেন মোল্লা এসব সমস্যা সমাধানে পরামর্শ দিয়েছেন। 

তিনি বলেন, একটি মানুষের নাকের ভেতর যদি কোনো কিছু ঢোকে, আমরা যদি কোনো মানুষের নাকের ভেতর তুলা ঢুকিয়ে দেই, সে হাঁচি দিতে থাকবে। ধুলা ঢুকে যাক, হাঁচি দিতে থাকবে। ঠিক একইভাবে ভাইরাল ইনফেকশন হলে, নাকের ভেতর প্রচুর নিঃসরণ হয়। নাকের যে অত্যন্ত স্পর্শকাতর ঝিল্লি রয়েছে, সেখানে সিলিয়া থাকে, এখানে বিব্রত করলে নাক চেষ্টা করে সেখান থেকে এগুলো সরিয়ে দেয়ার জন্য। বের করে দেয়ার প্রধান অস্ত্র হলো, হাঁচি দেয়া। এ জন্য আমাদের নাককে পরিষ্কার রাখতে হবে। এ ধরনের ভাইরাল ইনফেকশন হলে, প্রথম অবস্থায় এটি পানি পানি থাকে। এখন এটি কমানোর জন্য অ্যান্টি হিস্টামিন ওষুধ দেয়া হয়। দিলে পানি পানি বিষয়টি থাকে না। জমাট বেঁধে যায়। পরে নাক বন্ধ থাকে। ঘুমাতে পারে না। সারা রাত ছটফট করে।

এক্ষেত্রে গরম পানি পানের অভ্যাস করানো যেতে পারে। লেবু চা খাওয়ালে ভালো। এতে ইরিটেশন কমে যায়। গলা প্রশমিত হয়।

একটি মানুষের স্বাভাবিক প্রবণতা হলো, কাশি দেয়া। আমরা ওষুধ দিয়ে, কিন্তু কাশি বন্ধ করে রাখি। এটি ঠিক নয়। আরেকটি হলো, ভিটামিন ‘সি’ খাওয়া। ভিটামিন ‘সি’ জাতীয় খাবার খেলে সুফল পাওয়া যায়। যেমন ধরুন, কমলা লেবু।

দেখতে হবে, বাচ্চার জ্বর আসছে কি না। বাচ্চার কাশি থেকে শ্লেষ্মার মতো আসছে কি না। এরপর তার শ্বাসকষ্ট হচ্ছে কি না। এসব খেয়াল করতে হবে। বেশি সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর