শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে নৌকার প্রচারে কেন্দ্রীয় যুবলীগ নেতা তুষার

শাহজাদপুরে নৌকার প্রচারে কেন্দ্রীয় যুবলীগ নেতা তুষার

আগামীকাল ২৮ ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মনির আক্তার খান তরু লোদীর পক্ষে প্রচারে অংশ নিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আসাদ উল্লাহ তুষার।

গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে প্রচারণার শেষ দিনে পৌর সদরের মনিরামপুর বাজার ও ডাক বাংলা পাড়ায় স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে প্রচারণায় অংশ নেন ও লিফলেট বিতরণ করেন।

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় শাহজাদপুর পৌর নির্বাচনের জমজমাট প্রচার প্রচারণা চলছে। নৌকা মার্কার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।ইতিমধ্যেই কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী প্রফেসর মেরিনা জাহান কবিতা ও শাহজাদপুরের দুই বারের সাবেক সাংসদ  চয়ন  ইসলাম ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নিয়েছেন।

প্রচারণায় অংশ নিয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা তুষার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে তরু লোদীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সাধারণ মানুষের মধ্যে যে সারা পড়েছে ইনশাল্লাহ নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।

প্রচারণা কালে আরও উপস্থিত ছিলেন তরুণ আওয়ামী লীগ নেতা ও স্থানীয় জামিরতা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাসেত, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মনি, সিরাজগঞ্জ জেলা যুবলীগ নেতা আব্দুল আউয়াল, তরুণ আ.লীগ নেতা মুজাম্মেল হক মুজাম,উপজেলা যুবলীগ নেতা মিজান ফকির, ওমর ফারুক, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক স্বাধীন খান, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, আইন সম্পাদক ফারুক হামিদ,ছাত্রলীগ নেতা সোহেল রানা, রুবেল শেখ  প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর