শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে কৃষকদের মাঝে তিনটি হারভেস্টার মেশিন বিতরণ

শাহজাদপুরে কৃষকদের মাঝে তিনটি হারভেস্টার মেশিন বিতরণ

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণে প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি অফিসের পক্ষ্য থেকে কৃষকদের মাঝে ৩টি হারভেস্টোর মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের কাছে হারভেস্টার মেশিনের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, কৃষি অফিসার কৃষিবিদ আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এহসানুল হক ও আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাইসুল ইসলাম প্রমূখ। শাহজাদপুর উপজেল পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার।

কৃষকের উন্নয়নে এবং তার ফসল যথাসহময়ে বাড়ি নেওয়ার জন্য সরকার ভর্তুকি দিয়ে কৃষি প্রযুক্তি কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে। সরকারের এই আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুস ছালাম জানান, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় শাহজাদপুর উপজেলার কৃষি শ্রমিক সংকটের কারণে কৃষকদের মাঝে ৩টি হারভেস্টোর মেশিন ৫০% ভর্তুকি দিয়ে বিতরণ করা হয়েছে। আমরা আশা করছি হারভেস্টোর মেশিন বিতরণের ফলে কৃষকদের কষ্ট লাঘব হবে এবং তারা খুব দ্রুত তাদের ধান ঘরে তুলতে পারবে। তিনজন কৃষক হলেন রেশমবাড়ী গ্রামের আমিনুল ইসলাম, ভাইমারা গ্রামের আলমগীর হোসেন ও ছোট মহারাজপুর গ্রামের আঃ ছালাম মিয়া।

 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর