শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রমিজ রাজার চেয়ে আমার ছেলের ক্রিকেট জ্ঞান বেশি : হাফিজ

রমিজ রাজার চেয়ে আমার ছেলের ক্রিকেট জ্ঞান বেশি : হাফিজ

নিজ দেশের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজার ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার মতে, রমিজ রাজার চেয়ে তার ১২ বছরের ছেলের ক্রিকেট জ্ঞান ও সচেতনতা বেশি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন হাফিজ। সাবেক খেলোয়াড় হিসেবে রমিজের জন্য যথাযথ সম্মান আছে বলে জানিয়েছেন হাফিজ। তবে সাম্প্রতিক সময়ে করা নানান মন্তব্যের কারণে রমিজের ক্রিকেট জ্ঞান নিয়ে সংশয় জেগেছে হাফিজের।

কোনো রাখঢাক না রেখে তিনি সরাসরিই বলেছেন, ‘সাবেক খেলোয়াড় হিসেবে তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে আপনি যদি আমার ১২ বছরের ছেলের সঙ্গে কথা বলেন, তাহলে বুঝতে পারেন ওর ক্রিকেট জ্ঞান, সচেতনতা রমিজ ভাইয়ের চেয়ে বেশি।’

কিছুদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মোহাম্মদ হাফিজকে অবসর নিতে বলেছিলেন রমিজ। সেই ভিডিওতে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শ দিয়ে রমিজ বলেছিলেন, সম্মানের সহিত যেন অবসর নিয়ে নেন হাফিজরা এবং তরুণ ক্রিকেটারদের জায়গা ছেড়ে দেন।

সেই মন্তব্যের জের ধরে হাফিজ জানিয়েছেন, অবসর নেয়া কিংবা না নেয়া পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার ভাষ্য, ‘আমি যদি ফিটনেস কিংবা পারফরম্যান্সের মানদণ্ড পূরণ করতে না পারি অথবা দেখি যে পাকিস্তানের জন্য ভালো কেউ প্রস্তুত আছে, তাহলে আমি খুশি মনেই চলে যাব। আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট।’

এসময় রমিজের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো টাকা দিয়ে প্রমোশনের বিষয়েও কথা বলেন হাফিজ, ‘রমিজ ভাই যদি টাকা দিয়ে নিজের ইউটিউব চ্যানেল বুস্ট করে এসবই করতে চায়, আমি তাকে আটকাতে পারব না। তবে আমি যতদিন ফিট আছি ও পারফর্ম করতে থাকব, ততদিন পাকিস্তানের হয়ে খেলে যাব।’

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হাফিজ। সেই সিরিজে ১৫৫ গড়ে রান করেছেন তিনি, যা তাকে পাইয়ে দেয় সিরিজসেরার পুরস্কার। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার অপেক্ষায় রয়েছেন তিনি।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর