শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাতৃভাষা দিবসের সাজেই থাকুক শ্রদ্ধা ও ২১শের ছোঁয়া

মাতৃভাষা দিবসের সাজেই থাকুক শ্রদ্ধা ও ২১শের ছোঁয়া

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এ দিনেই শুরু হয়েছিল ভাষা আন্দোলন। এই দিনেই ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ আরো অনেকেই।

 

২১শে ফেব্রুয়ারির সাজ

                                                                     ২১শে ফেব্রুয়ারির সাজ

অনেক ত্যাগের বিনিময়ে আজকের স্বাধীন বাংলা। আর আজকে বাংলাকে পথ চলার সম্বল করে বাধা পেরোনোর শপথ নেয়ারও দিন। দিনটি বাঙালি জাতির জন্য শোক ও গৌরব দুটোই। শুধু বাঙালিরাই নয়, দিবসটি পালন করেন বিশ্বের সব ভাষাভাষী মানুষেরাই। এই দিনে বাঙালিসহ বিশ্বের কোটি কোটি মানুষ সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

 

 

২১শে ফেব্রুয়ারির সাজ

                                                   ২১শে ফেব্রুয়ারির সাজ

২১শে ফেব্রুয়ারি এই দিনে চাই সাজেরও ভিন্নতা। শহীদের প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্যই সাদা-কালো রঙের পোশাক পরেন বাঙালি নারী-পুরুষরা। যদিও ২১শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনের অন্যতম শোকের দিন, তবুও এই মাসেই রয়েছে উদযাপনের নানা রঙিন উপলক্ষ্য। তবে এদিনটির সাজ হওয়া চাই একদম মার্জিত। যাতে ভাষা ও ভাষা শহীদের প্রতি সন্মান প্রকাশ পায় আপনার সাজেই। চলুন তবে জেনে নেয়া যাক কেমন হওয়া চাই ২১শে ফেব্রুয়ারির সাজ-

 

 

২১শে ফেব্রুয়ারির সাজ

                                                              ২১শে ফেব্রুয়ারির সাজ

সাজপোশাক হবে দেশীয়
এই দিনে সাজের ব্যাপারে একটা বিষয় মাথায় রাখা দরকার, আর তা হলো সাজপোশাকে সংযম থাকা। অনেক বেশি জাঁকজমক সাজ এদিনে একদমই বেমানান। সাজ থাকবে একদম সাধারণ। তবে ইদানীং অনেকেই সেটা ভুলতে বসেছে।

 

 

২১শে ফেব্রুয়ারির সাজ

                                                         ২১শে ফেব্রুয়ারির সাজ

ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে শহীদ মিনারে যেতে অনেকেই এদিন দেশীয় পোশাক বেছে নেন। বাধ্যতামূলক নয় আপনাকে সাদা কালোই পরতে হবে। চাইলে দেশীয় যে কোনো শাড়ি বা পাঞ্জাবিই বেছে নেয়া যায়। কোনোভাবেই যেন উৎসব উপলক্ষে সাজগোজ ব্যাপারটা ফুটে না ওঠে সেটা আমাদের মাথায় রাখা দরকার।

 

 

২১শে ফেব্রুয়ারির সাজ

                                                    ২১শে ফেব্রুয়ারির সাজ

একুশে ফেব্রুয়ারিতে সাজের ব্যাপারটা থাকা চাই একদম হালকা। দিনের সাজে মুখে খুব বেশি প্রসাধনী ব্যবহার না করাই ভালো। ত্বকে সানস্ক্রিন, ফেস-পাউডার, চোখে হালকা আই স্যাডো অথবা স্মোকি আই করতে পারেন। ঠোঁটে হালকা রঙের মানানসই লিপস্টিক, গালে হালকা ব্লাসন আর কপালে একটা কালো টিপ। হাতে কালো-সাদা চুরি, খোপায় চাইলে ফুলও দিতে পারেন। তাছাড়া গালে এঁকে নিতে পারেন একটি শহীদ মিনারের আলপনা।

 

 

২১শে ফেব্রুয়ারির সাজ

                                            ২১শে ফেব্রুয়ারির সাজ

ছোট শিশুদেরও সাজাতে পারেন এমনই হালকা সাজে। তাছাড়া পুরুষরা পরতে পারেন সাদা-কালো পাঞ্জাবি। এছাড়াও টি-শার্ট পরতে পারেন। নিশ্চয় জানেন, শহীদ মিনারে খালি পায়ে ওঠা হয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সেটা মাথায় রেখেই জুতা বা স্যান্ডেল বাছাই করুন।

 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর