শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মজাদার রুইয়ের দোপেয়াজা

মজাদার রুইয়ের দোপেয়াজা

মাছে ভাতে বাঙালির একবেলাও মাছ ছাড়া যেন চলেই না। মাছের ঝোল ভাত বাঙালির খুবই পছন্দের খাবার। তবে রোজ রোজ একই মাছের ঝোল বা ভুনা খেতে কি আর ভালো লাগে? তাই স্বাদ বদলাতে আর পরিবারের সবাইকে খুশি করতে মাঝে মাঝে রেসিপি বদলাতেই পারেন। 

আবার অতিথি আপ্যায়নেও রাখতে পারেন মাছের এই পদটি। রুই মাছতো অনেক ভাবেই খেয়েছেন। তবে রুইয়ের দোপেয়াজা খেয়েছেন কি এখনো? এখনো না খেয়ে থাকলে আজই রান্না করে খেয়ে দেখুন রুইয়ের এই পদটি। 

এর স্বাদ আপনার মনতো ভুলাবেই সেইসঙ্গে সবার প্রশংসাও পাবেন। 

রইল রুইয়ের দোপেয়াজা সহজ রেসিপিটি-    

উপকরণ : রুই মাছ ৫ টুকরা, পেঁয়াজ কুচি ১ কাপ, টক দই ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ফালি ৫ থেকে ৬টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ।  

প্রণালী : মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি বাটিতে মাছের টুকরাগুলোর সঙ্গে টক দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ ভালোভাবে মাখুন। আধাঘণ্টা মেরিনেটের জন্য ঢেকে রেখে দিন। প্যানে তেল গরম করে মেরিনেট করা মাছ হাল্কা বাদামি করে ভেজে তুলে রাখুন।

ওই তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এতে মেরিনেট করা মাছের মশলা, লবণ, কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিন। তেল উপরে উঠে আসলে ভাজা মাছের টুকরা দিয়ে মিশিয়ে নিন। সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন। ঝোল শুকিয়ে ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন। এবার ইচ্ছামতো ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মজাদার রুইয়ের দোপেয়াজা।  

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর