শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালবাসা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার নেই কারো

ভালবাসা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার নেই কারো

 

হাস্যোজ্জল সুখী দম্পত্তি । ডাক্তার রাজন কর্মকার আর ডাক্তার কৃষ্ণা মজুমদার। একই পেশায় কর্মরত দুইজন ।  দক্ষ এবং যথেষ্ট পেশাদারীত্বের সুনাম আছে দুজনেরি কর্মজীবন আর সামাজিক জীবন মিলিয়ে তাদের ভালবাসার কমতি ছিলো বলার কোনো সুযোগ নেই । হাজার হাজার হাস্যোজ্জল আর ভালবাসাপূর্ন ছবিই বলে দেয় কতটা বোঝাপড়ার আর সাজানো ছিলো তাদের জীবন ।

কিন্তু ডাক্তার রাজনের মৃত্যুর পর স্ত্রী কৃষ্ণা মজুমদারের স্বামী হারানোর শোকের উপরেই চাপিয়ে দেয়া হচ্ছে স্বামী হত্যার মত অন্যায় অভিযোগ । কারো কাছে নেই প্রমান , রাজনের জীবন যাপনে ছিলনা দাম্পত্য কলহের লেশমাত্র প্রকাশ । তবু কলহ আর হত্যার অভিযোগ; যেই অভিযোগের নেই কোনো সূত্র , নেই কোনো ভিত্তি । 

হার্ট এট্যাক ভূমিকম্পের মত । কখন আসবে কেঊ বলতে পারেনা । রাজন ছিলেন উচ্চ রক্তচাপের রোগী । রোগীদের সুস্থ করায় যে মহান ডাক্তারের চেষ্টার কমতি ছিলোনা সেই ব্যক্তিই কিছুটা বেখেয়াল ছিলেন নিজের স্বাস্থ্য নিয়ে । তিনি ডাক্তার প্রদীপ কুমারের কাছে নিয়মিত চিকিৎসা নিতেন ।  নিজের পেশার প্রতি তিনি এতটাই সচেষ্ট ছিলেন যে কাজের চাপে প্রায়ই শারীরিকভাবে অসুস্থ হতেন কিন্তু তাকে ঠিকমত ওষুধ খাওয়াতে বেগ পেতে হত পরিবারের সদস্যদের ।

মৃত ডাক্তার রাজন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ের জামাই বলেই আজ এতটা ব্যতিব্যস্ত মিডিয়া । খাদ্য মন্ত্রনালয়ের দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করে রাতারাতি অবৈধ খাদ্য মজুদ আর নানা দূর্নীতির লাগাম টেনে ধরেছেন সাধন চন্দ্র মজুমদারমাননীয় প্রধানমন্ত্রীর নেয়া দূর্নীতির বিরুদ্ধে অভিযানে সবথেকে সফল তার খাদ্য মন্ত্রনালয় । আর এই কাজ করতে গিয়ে সাধন  মজুমদার চক্ষুশূল হয়েছেন অনেকের । আজ এই সকল দূর্নীতিবাজরা প্রতিশোধের সুযোগ পেয়েছে । সিন্ডিকেটগুলো ন্যায় অন্যায় জ্ঞান হারিয়ে যাচ্ছেতাই অভিযোগ সাজাচ্ছে ।

ডাক্তার রাজনকে স্কয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসকরাস্কয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আসাদ বলেন, ‘রবিবার  

ভোররাত ৩টা ৪৫ মিনিটে রাজন কর্মকারকে তার পরিবার হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের ধারণা। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

কর্তব্যরত ডাক্তার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলার পরেও একদল অতিউৎসাহী ডাক্তারদের দেখা যাচ্ছে যারা এখনই বলে দিচ্ছে এটি হত্যাকান্ড । ময়নাতদন্তের আগেই কে তাদের অনুমতি দিয়েছে এটি হত্যাকান্ড হিসেবে মতামত দেয়ার আর কিভাবেই বা তারা বলছে এই হত্যা তার স্ত্রীই করেছে? দেশের প্রচলিত আইনে যে এভাবে প্রমান ছাড়া কাউকে অভিযুক্ত করা অন্যায় তারা কি সেটা জানেনা? নাকি সিন্ডিকেটগুলো থেকে মোটা অংকের ইশারা তাদের দিগ্বিদিক জ্ঞানশুন্য করে দিচ্ছে?

 

স্বার্থ উদ্ধার আর মিডিয়াতে হিরো সাজার এক ঘৃণ্য প্রতিযোগিতা শুরু হয়েছে ডাক্তারদের ভেতরকার গ্রুপিং আর নোংরা রাজনীতি নতুন কিছু নয় ।  এর মাঝেই কিছু গ্রুপ যুক্ত হয়েছে বিভিন্ন দূর্নীতিবাজ সিন্ডিকেট এর সাথে আর নিজেদের মধ্যকার শত্রুতাকে কাজে লাগিয়ে উত্তপ্ত করছে পরিবেশ । এই ঘোলা পানিতেই মাছ শিকার করে খাদ্যমন্ত্রীর অর্জন আর সুনাম নস্ট করে আবার খাদ্যমন্ত্রনালয়কে দূর্নীতির আখড়ায় পরিনত করতে মরিয়া স্বার্থান্বেষী মহল

আইনশৃংখলা বাহিনী ইতমধ্যে এইসব সিন্ডিকেটের সদস্য, তাদের সাথে আতাতকারী ডাক্তার গ্রুপ এবং অন্যান্য স্বার্থান্বেষীদের তালিকা তৈরি করে ফেলেছে । যারা এই ঘটনাকে ভিন্ন স্বার্থে ব্যবহারের চেস্টা করছে তাদের বিরুদ্ধে কঠিনতর ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে । 

আজ সাধারন মানুষ হিসেবে আমাদের ভাবা উচিত সেই স্ত্রীর কথা যে তার স্বামীকে হারিয়েছে । প্রমানবিহীনভাবে তাকে দোষী না বানিয়ে আমাদের তার পাশে দাঁড়ানো উচিত । আমরাও চাই ময়নাতদন্তের মাধ্যমে সঠিক সত্যটা বের হয়ে আসুক । আইনের আওতায় আসুক সেইসকল দূর্নীতিবাজ ও তাদের দোসরারা যারা মৃত্যু আর ভালবাসা নিয়েও ছিনিমিনি খেলতে পিছপা হয়না ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর