শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাসিম স্মরণে চৌহালীতে আলোচনা সভা অনুষ্ঠিত

নাসিম স্মরণে চৌহালীতে আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রয়াত মোহাম্মদ নাসিম স্মরণে চৌহালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার। অনুষ্ঠানের শুরুতে মহাদুর্যোগ করোনায় প্রয়াত সবার আত্নার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আ'লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার, সাবেক মন্ত্রী নাসিম সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, ‘মোহাম্মদ নাসিম সাহেবের মৃত্যুর মধ্যে দিয়ে আওয়ামী লীগ একজন বলিষ্ঠ, দৃঢ়চেতা ও জনদরদী নেতা এবং সিরাজগঞ্জ হারাল তাদের প্রাণপ্রিয় সিংহপুরুষকে। ওনার এই অভাব শত বৎসরেও পূরণ হওয়ার নয়। তিনি আমাদের সবার মাঝে বেঁচে থাকবেন।’

প্রয়াত নাসিম ভাইয়ের আস্থাভাজন ও ওনার সান্নিধ্যে আসা আ'লীগের সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার বলেন, ‘জনদরদি এই নেতা হাসপাতালের শয্যায় থেকেও মানুষের জন্য কাজ করেছেন। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাবস্থায় আন্দোলন-সংগ্রামে নাসিম ভাই ছিলেন অগ্রদূত। এই নেতা শুধু সিরাজগঞ্জ জেলাতেই সীমাবদ্ধ থাকেননি, তিনি দেশজুড়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন।’

আ'লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন বলেন, নাসিমের পরিবার সেই স্বাধীনতা লগ্ন থেকেই দেশপ্রেমে উজ্জীবিত। বংশ পরম্পরায় মো. নাসিমও দেশের প্রতি অনুগত্যের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে দলকে দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ একজন দেশপ্রেমিক নেতা হারিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আ'লীগের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরী সন্জু বলেন, ‘আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে এমন কোনো মিটিং মিছিল ছিল না, যেখানে নাসিম ভাই ছিলেন না। ওই সময়ের সরকারি দলের দ্বারা নিগৃহীত হওয়া সত্ত্বেও তিনি পিছু হটেননি।’

রবিবার (১৩ জুন) সকালে চৌহালী উপজেলা আ'লীগের কার্যালয়ে মোহাম্মদ নাসিম স্মরনে আলোচনা সভায় উপজেলা আ'লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকারের সঞ্চালনে আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কমীরা উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর