শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধোনির অবসরের গুজবে মেজাজ হারালেন স্ত্রী

ধোনির অবসরের গুজবে মেজাজ হারালেন স্ত্রী

অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি- এমন গুজব ছড়িয়ে পড়েছিল ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা দেখে মেজাজ ধরে রাখতে পারেননি এ তারকা ক্রিকেটারের স্ত্রী সাক্ষী ধোনি, করে বসেছিলেন এক ঝাঁঝালো টুইট। তবে সেটি আবার পরে মুছেও দিয়েছেন তিনি।

বাংলাদেশের ক্রিকেট মহলে যেমন জোর গুঞ্জন, আলোচনা শোনা যায় মাশরাফি বিন মর্তুজার অবসরের ব্যাপারে। তেমনি ভারতের ক্রিকেটাঙ্গনের মুখরোচক আলোচনার বিষয়বস্তু ধোনির অবসর। কোনভাবে ধোনিকে বিদায় জানাতে পারলেই যেন বেঁচে যান অনেকে।

তবে ধোনি নিজে এখনও অবসর নিয়ে কিছু জানাননি। উল্টো তার ইচ্ছা রয়েছে ক্রিকেট মাঠে ফেরার। সে লক্ষ্যে করোনাভাইরাসের লকডাউনের আগে অনুশীলনও শুরু করেছিলেন তিনি। অথচ এখন কি না এ লকডাউনের মধ্যে ছড়িয়ে গেল অবসরের খবর।

এতে ক্ষেপে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাক্ষী লিখেছিলেন, ‘এটা (ধোনির অবসর) পুরোপুরি গুজব। আমি বুঝতে পারছি লকডাউনে থাকতে থাকতে মানুষের মানসিক ভারসাম্য ধরে রাখতে সমস্যা হচ্ছে। ধোনির অবসর… জীবনে ভালো কিছু কর পারলে!’

সাক্ষীর এই টুইটে সাড়া দিয়েছিল ধোনির আইপিএলের দল চেন্নাই সুপার কিংসও। তবে বিপরীত প্রতিক্রিয়াও এসেছিল অনেক। ফলে বেশিক্ষণ এই টুইট রাখতে পারেননি তিনি। মুছে দেন খানিক পরেই।

উল্লেখ্য, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর কোন ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ধোনি। জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, যদি আইপিএলে ভালো করেন ধোনি, তাহলে হয়তো তাকে ফেরানো হবে জাতীয় দলে। সে লক্ষ্যেই প্রস্তুতি শুরু করেছিলেন ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর