শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্রুত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ভেষজ খাবার

দ্রুত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ভেষজ খাবার

জীবন ও জীবিকার তাগিদে এই মহামারির মধ্যেও সবাইকে বাইরে যেতে হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার এখন একমাত্র উপায় হলো ব্যক্তিগত সুরক্ষা ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তবেই আর চিন্তা নেই!

আর জানেন তো? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভেষজ উপাদানের জুড়ি মেলা ভার। কোভিড-১৯ ঠেকাতেও যে তার ভূমিকা আছে তা প্রমাণ করেছেন বিজ্ঞানীরা। ভারতের আইসিএমআর ও আয়ুশ মন্ত্রকের যৌথ উদ্যোগে অশ্বগন্ধা, গুড়ুচি ও যষ্টিমধুর উপর ক্লিনিকাল ট্রায়াল চলছে। অশ্বগন্ধা থেকে টিকা বানানোর চেষ্টা করছেন আইআইটি, দিল্লি ও জাপানের সায়েন্টিফিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

আয়ুর্বেদ বিশেষজ্ঞ বিশাখা মাহেন্দ্র জানিয়েছেন, কালমেঘ, চিরতা, তুলসির সঙ্গে গুড়ুচি বা গুলঞ্চ ও যষ্টিমধু মিশিয়ে রোজ খেতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে। কীভাবে খেতে হবে তাও জানিয়েছেন এই বিশেষজ্ঞ।

কীভাবে তৈরি করবেন?

এক গ্লাস পানি ফুটে উঠলে তাতে আধা চা-চামচ করে কালমেঘ, চিরতা, গুলঞ্চ, তুলসির বীজ ও যষ্টিমধু মিশিয়ে আঁচ কমিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিন। তুলসির বীজ না পেলে কয়েকটি তুলসি পাতা ব্যবহার করুন। ঠাণ্ডা করে ছেঁকে খান। 

বেশি তেতো বা ঝাঁঝালো লাগলে এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন। খাঁটি মধুও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাতে সময় থাকলে সব উপাদান সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলেও একই কাজ হবে।

এসবের একেকটি উপাদানের প্রতিটি উপাদানই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তার পাশাপাশি আরও অনেক গুণ আছে। জেনে নিন তবে-

> কালমেঘে আছে নানা রকম অ্যান্টিঅক্সিডেন্ট। আয়ুর্বেদ মতে, নিয়মিত এটি খেলে শরীরে কফ ও পিত্তের মধ্যে সমতা থাকে। ফলে ঠাণ্ডা লাগা, ফ্লু, গলা ও ফুসফুসে সংক্রমণের প্রকোপ কম থাকে।

> জ্বর ও হাঁপানির সমস্যার প্রাকৃতিক ওষুধ হলো গুলঞ্চ। কোভিডের কিছু উপসর্গও কমাতে পারে বলে জানা গিয়েছে ক্লিনিকাল ট্রায়ালে। 

> হাঁপানির প্রকোপ কম রাখতে ও বুকে জমা কফ দূর করতে চিরতার তুলনা হয় না। তবে গর্ভাবস্থায় এটি না খাওয়াই ভালো।

> নিয়মিত তুলসির বীজ খেলে বুকে কফ জমতে পারে না।

> যষ্টিমধু গলা ব্যথা ও শুকনো কাশি সারায়। নিয়মিত এটি খেলে সর্দি-কাশি ও বুকে কফ জমে না।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর