শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দর্শকশূন্য ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

দর্শকশূন্য ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

তিন বছর নিজেদের মাটিতে চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। করোনাভাইরাস আতঙ্ক রয়েছে দু’দলেরই। তারপরও খেলায় মনোযোগী হয়ে জয় দিয়ে সিরিজ শুরুর প্রত্যাশায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সিডনিতে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। 

২০১৬ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ হয়েছিলো চ্যাপেল-হ্যাডলি ট্রফি। তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো অজিরা। এরপর নিউজিল্যান্ডের মাটিতে দু’বার চ্যাপেল-হ্যাডলি ট্রফি অনুষ্ঠিত হয়। দু’বারই জয় পায় নিউজিল্যান্ড। তাই মৌসুমের শেষে তিন বছর পর দেশের মাটিতে ফিরে আসা চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে জয় চায় অস্ট্রেলিয়া।

তবে বিশ্বের বর্তমান পরিস্থিতিতে শুধু ক্রিকেট নিয়েই ভাবছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। করোনাভাইরাস আতঙ্কে যখন বিশ্বের একশরও বেশি দেশ কাঁপছে, সেদিক দিয়ে অস্ট্রেলিয়া কিছুটা হলেও নিশ্চিন্তেই আছে। এই ভাইরাসের কারণে ক্রিকেট-ফুটবলের অনেক আসরই পরিত্যক্ত হয়েছে। তবে যথাসময়ে মাঠে গড়িয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ। 

গেল ডিসেম্বরে প্রথম দফার অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। ঐ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে কিউইরা। এর মাঝে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। দু’টি সিরিজই হারে অজিরা। প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া। 

দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে কিউইরা।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর