শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চমকে ভরা সাইবেরিয়া!

চমকে ভরা সাইবেরিয়া!

সাইবেরিয়া মানেই প্রচন্ড শীতের প্রকাণ্ড এক অঞ্চল। রাশিয়ার উরাল পর্বতের পূর্বাঞ্চলে অবস্থিত এ অঞ্চলটি ঘিরে দুনিয়াবাসীর আগ্রহের কোনো কমতি নেই। এর বিশালত্ব এত বেশি যে শুধু সাইবেরিয়াকে নিয়েই যদি কোনো দেশ গঠিত হতো, তবেও সেটি হত আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ! চলুন জেনে আসা যাক পৃথিবীর অন্যতম শীতল এই এলাকা সম্বন্ধে কিছু চমকপ্রদ তথ্য-

১। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার সিংহ ভাগ জুড়েই রয়েছে সাইবেরিয়া। এই সুবিশাল অঞ্চলের আয়তন প্রায় ১ কোটি ৩০ লাখ বর্গ কিলোমিটার বা ৫১ লাখ বর্গ মাইল! রাশিয়ার মোট আয়তনের তিন চতুর্থাংশ জুড়েই রয়েছে সাইবেরিয়া, পৃথিবীর মোট স্থলভাগের দশ ভাগের এক ভাগ! তবে জনসংখ্যার ঘনত্বের কথা বিবেচনা করলে সাইবেরিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ অঞ্চল। প্রতি বর্গমাইলে সেখানে মাত্র ৭ থেকে ৮ জন মানুষ বসবাস করে!

২। সাইবেরিয়া তার তীব্র ও অসহনীয় শীতকালের জন্য বিখ্যাত হলেও সারা বছর জুড়ে সেখানকার তাপমাত্রা কিন্তু এতটা শীতল থাকে না! শীতকালে এ অঞ্চলের তাপমাত্রা শূন্যের ৭০ ডিগ্রি নিচে নেমে এলেও এখানকার গ্রীষ্মকাল কিন্তু বেশ উষ্ণ। পশ্চিম সাইবেরিয়ার কিছু এলাকায় তো গ্রীষ্মকালে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়! এমন অদ্ভুত ঋতু বৈচিত্র্যের পেছনে দায়ী হচ্ছে এখানকার মহাদেশীয় জলবায়ু। তীব্র শীতকাল এবং উষ্ণ গ্রীষ্মকাল এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।

৩। সাইবেরিয়ার কথা শুনলেই অনেকের মাথায় আসে মানুষের বসবাসের অনুপযোগী তীব্র আবহাওয়া এক অঞ্চলের কথা। কিন্তু সত্যি কথা বলতে সেখানে গত সোয়া এক লাখ বছর যাবত মানুষ বসতি গেঁড়ে আসছে। নিমকি, ইভনকি, বুরিয়াতসহ বহু আদিম মানব প্রজাতির বাস ছিল সাইবেরিয়ায়।

৪। পৃথিবীর সবচেয়ে গভীরতম লেকের অবস্থান সাইবেরিয়ায়। এ লেকটির নাম বৈকাল। এটি পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু পানির লেকও বটে! পৃথিবীর উপরিতলে থাকা সমস্ত বিশুদ্ধ পানির এক পঞ্চমাংশ ধারন করে আছে এই লেক। লেকটির গভীরতা ৫ হাজার ৩৮৭ ফুট! বৈকালের চতুর্দিক ঘিরে আছে বিশাল সব পর্বত। অন্তত ৩৩০ টি নদী এই লেকে পতিত হয়েছে! এই লেকের বিশালতার কারণে অনেকে এটিকে বৈকাল সাগর বলে থাকেন! শীতকালে পুরো বৈকাল জমে যায়, তখন কোথাও কোথাও এর উপরিভাগে থাকে প্রায় সাড়ে ছয় ফুট বরফের আস্তর। গ্রীষ্মকালে অনেক জায়গায় ঝড়ের কারণে বৈকালের ঢেউ প্রায় সাড়ে ১৪ ফুট পর্যন্ত উঁচু হতে পারে! এই বিশাল লেক বছরের কিছু সময় শান্ত শীতল বরফ পিণ্ড আবার কিছু কিছু সময় তরঙ্গময় নদীর ভূমিকায় অবতারিত হয়।

৫। সমগ্র রাশিয়ায় প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের ভান্ডার হিসেবে বিবেচিত। তবে রাশিয়ার এ প্রাকৃতিক সম্পদগুলোর ৭০ শতাংশেরও বেশি আসে সাইবেরিয়া থেকে! বিশেষ করে পশ্চিম সাইবেরিয়ার প্রায় ২০ লাখ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এসব প্রাকৃতিক সম্পদের বিপুল সঞ্চয়! এ সাইবেরিয়ান খনিগুলোর কারণেই রাশিয়া আজ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ।

৬। পৃথিবীর দীর্ঘতম রেল লাইনের অবস্থানও কিন্তু সাইবেরিয়াতেই! হ্যাঁ, বলছি ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নেটওয়ার্কের কথা। ৫ হাজার ৭৭১ মাইলের (৯২৮৮ কিলোমিটার প্রায়) এ সুদীর্ঘ রেললাইন সংযুক্ত করেছে মস্কো ও ও ভ্লাদিভস্তককে। প্রতিটি স্টেশনে দশ থেকে কুড়ি মিনিটের বিরতিতে এ সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য হয় ছয় রাত সাত দিন! এই দীর্ঘ যাত্রাপথে ছড়িয়ে ছিটিয়ে আছে নয়নাভিরাম সব প্রাকৃতিক সৌন্দর্য। মোট আটটি টাইম জোন অতিক্রম করতে হয় এই পুরোটা পথে। যাত্রামধ্যে পড়বে বিখ্যাত বৈকাল হ্রদ, বার্চ ও পাইন বন এবং উরাল পর্বতমালা! এই দীর্ঘ রেলপথের ঠিক মধ্যবিন্দুতে যে স্টেশনটি রয়েছে তার নাম তায়শেত। ৩৩ হাজার অধিবাসীর এ শহরটি ঐতিহাসিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। এখান থেকেই যাত্রা শুরু করেছে বৈকাল - আমুর মেইন লাইন, যে রেলপথটি চলে গেছে ট্রান্স সাইবেরিয়ানের সমান্তরাল হয়ে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর