শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড সফরের অস্ট্রেলিয়া দলে নতুন ৩ জন

ইংল্যান্ড সফরের অস্ট্রেলিয়া দলে নতুন ৩ জন

আগামী মাসের শুরুতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ শুরু হতেই অসিদের বিপক্ষে নেমে পড়বে ইংল্যান্ডের সীমিত ওভারের দল। সে লক্ষ্যে নিজেদের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

দুই সিরিজের জন্য ঘোষিত এই স্কোয়াডে নতুন মুখ রিলে মেরেডিথ, জশ ফিলিপ এবং ড্যানিয়েল স্যামস। তিনজনের কেউই এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। সেপ্টেম্বরে হতে যাওয়া সিরিজটি দিয়ে তিনজনেরই আন্তর্জাতিক অভিষেকের জোর সম্ভাবনা রয়েছে।

সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে হ্যাম্পশায়ারের আগাস বোলে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৬ ও ৮ সেপ্টেম্বর। পরে ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর। সে লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর ঘোষিত এই স্কোয়াড উড়াল দেবে ইংল্যান্ডের উদ্দেশ্যে।

তিন নতুন মুখ ছাড়াও দলে ফিরেছেন দুই অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল। গতবছরের বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডে দলের বিবেচনায় এলেন তারা দুজন। এদিকে দলের সঙ্গে যেতে পারবেন না বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার বদলে এই সিরিজে দায়িত্ব পালন করবেন ট্রেন্ট উডহিল।

ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস (সহ-অধিনায়ক), জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টা, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর