মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত সৌম্যর বাবা, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে

ডেঙ্গু আক্রান্ত সৌম্যর বাবা, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হার্ডহিটার অপেনার সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। সোমবার ঈদুল আজহার দিনে তার শরীরে ডেঙ্গুবাহিত জীবাণু ধরা পড়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল।

সৌম্য জানিয়েছেন, ডেঙ্গুর প্রকোপ চলাকালে সম্প্রতি ঢাকাতেই অবস্থান করছিলেন তার বাবা। প্রায় দুই সপ্তাহের মতো সময় ঢাকার বাসায় ছিলেন। গত ৭ আগস্ট ঢাকা ছেড়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। 

বাড়ি ফেরার পর এতোদিন কিছু না হলেও ঈদের আগের দিন জ্বর, মাথা ও শরীরে ব্যথা অনুভব করেন তিনি। অবস্থার অবনতি হলে আজ ঈদের দিন সৌম্য তার বাবাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করান।

চিকিৎসকরা জানান, দুশ্চিন্তার কোনো কারণ নেই আপাতত, কিশোরী মোহন সরকারের রক্তে প্লাটিলেট কমে ১ লাখ ৩১ হাজারে নেমেছে। 

এদিকে বাবাকে নিয়ে ঝুঁকি নিতে চান না সৌম্য ও তার ভাই। তাই সোমবারই উন্নতর চিকিৎসার জন্য বিমানযোগে তার বাবাকে যশোর থেকে ঢাকায় নিয়ে আসেন। বাবার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সৌম্য সরকার।

আলোকিত সিরাজগঞ্জ