
সংগৃহীত
শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। এই রান ডিফেন্ড করতে সাইফ হাসানের ওপর ভরসা রাখেন মিরাজ। প্রথম দুই বল ডট করেন এই স্পিনার। তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে নেন আকিল ও হোপ। পঞ্চম বলে আকিলকে বোল্ড করেন সাইফ। ফলে শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৩ রানে। সাইফের করা শেষ বলে পেয়েরি ঠিকমতো খেলতে না পারায় বল উপরে উঠে যায়, সেখানে সোহান বলে নিচে গেলেও গ্লাভসে জমাতে পারেননি। ২ রান নিয়ে ম্যাচ ড্র করে উইন্ডিজ। ফলে খেলা গড়ায় সুপার ওভারে।
বিস্তারিত আসছে...
সূত্র: ঢাকা পোষ্ট