
সংগৃহীত
নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাট যেন এখন বাংলাদেশের দুর্দশায় পরিণত হয়েছে। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়ানডেতে তাদের এমন বিপর্যয়ের পেছনে মূল দায়টা ঘুরে-ফিরে ব্যাটারদের ওপরেই যাচ্ছে। আফগানিস্তান সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরার অল্প সময়ের মাঝেই আজ (শনিবার) থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামছে মেহেদী হাসান মিরাজের দল।
বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে। যেখানে নিশ্চিতভাবেই আফগান সিরিজসহ ওয়ানডেতে নিজেদের সাম্প্রতিক পরিসংখ্যান বদলে দেওয়ার লক্ষ্য থাকবে মিরাজ-তাসকিনদের। যথারীতি ম্যাচের আগে আলোচনা হচ্ছে বাংলাদেশের একাদশ নিয়ে। আফগান সিরিজের শেষ ওয়ানডেতে বাদ পড়া জাকের আলি অনিক ক্যারিবীয় বিপক্ষে আজ সুযোগ পাবেন কি না সেই প্রশ্নও করছেন কেউ কেউ।
যথারীতি মিরপুরে প্রস্তুত করা হয়েছে কালো উইকেট। কন্ডিশন বিবেচনায় নিয়েই হবে বাংলাদেশের একাদশ। সেক্ষেত্রে একাদশে ঢুকতে পারেন সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানরা। সৌম্য ফিরলে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। এ ছাড়া জাকের আলিও এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন। যথারীতি তাদের সঙ্গে ব্যাটিং লাইনআপে থাকবেন সাইফ হাসান, নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, রোমারিও শেফার্ড, শামার জোসেফ ও জেইডেন সিলস।
সূত্র: ঢাকা পোষ্ট