বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ম্যানইউকে হারিয়ে ফাইনালে এক পা সিটিজেনদের

ম্যানইউকে হারিয়ে ফাইনালে এক পা সিটিজেনদের

ক্যারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি। ম্যানইউর মাঠ ওল্ড ট্রাফোর্ডে বার্নার্ডো সিলভা ও রিয়াদ মাহরেজের পর আত্মঘাতী এক গোলে বড় ব্যবধানে হারের লজ্জায় পড়ে রেড ডেভিলরা। আর ম্যানইউর হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন মার্কাস রাশফোর্ড।

ম্যানইউর ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে দাদাগিরি করতে থাকে গার্দিওলার শিষ্যরা। ১৭ মিনিটে সিলভার গোলে প্রথমবার লিড নেয় সিটিজেনরা। অ্যাসিস্টে ছিলেন কাইলি ওয়াকার। 

৩৩ মিনিটের মাথায় আবারও ম্যানইউর জালে বল জড়ায় সিটি। রিয়াদ মাহরেজের গোলের যোগানদাতা ছিলেন প্রথম গোলের মালিক সেই বার্নার্ডো সিলভা। দুই গোল খেয়ে দিশেহারা ম্যানইউ নিজেদের ভুলেই ৩৯ মিনিটে ০-৩ গোলে পিছিয়ে পড়ে। নিজেদের জালেই বল জড়ান ম্যানইউর ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরা। 

তবে ম্যানইউর সৌভাগ্য, বিরতির পর আর কোনো গোল খেতে হয়নি। ম্যাচের ৭০ মিনিটের মাথায় ম্যানইউর একমাত্র গোলটি করেন মার্কাস রাশফোর্ড। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আগামী ২৯ জানুয়ারি ম্যানইউকে আতিথ্য দেবে ম্যানসিটি।

আলোকিত সিরাজগঞ্জ