শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আমি বিবাহিত, আমাকে আর ব্যাড বয় বলবেন না’: সাব্বির

‘আমি বিবাহিত, আমাকে আর ব্যাড বয় বলবেন না’: সাব্বির

দেশের ক্রিকেটে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবেই আবির্ভাব হয়েছিল সাব্বির রহমান রুম্মনের। বেশ কিছু ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকে বিগ হিটার হিসেবে তুলে ধরেন তিনি। কিন্তু বেপরোয়া জীবনযাপন আর শৃঙ্খলা ভঙের কারণে জাতীয় দলই নয়, ঘরোয়া ক্রিকেট থেকেও হারিয়ে যান ব্যাড বয় সাব্বির। বিয়ে করে সংসারি হয়ে ওঠা সাব্বির এখন নিজেকে 'ব্যাড বয়' মানতে নারাজ।

শুক্রবার (২১ জানুয়ারি) থেকে মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন সাব্বির।  বিপিএলে নিজেকে মেলে ধরতে পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই তারকা ব্যাটার।

সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘ব্যাড বয় বলে আসলে কোনো কথা নাই। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, এই কথাটা আমার সঙ্গে আসলেই আর যায় না।’

সাব্বির বলেন, ‘আমি এখন একজন বিবাহিত মানুষ। আমার পরিবার আছে, পরিবারের সদস্যরা আছেন। আশা করি এটি (ব্যাড বয়) যেন আর কখনো বলা না হয়। আমাকে যেন ভালো কিছু বলা হয়।’নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন,‘অবশ্যই টার্গেট একটা আছে। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। বলে ফেললে অর্জন নাও হতে পারে, এ রকম একটা কুসংস্কার আমার কাছে আছে।’

সাব্বির যোগ করে বলেন, ‘আমি ম্যাচ বাই ম্যাচ খেলতে চাচ্ছি। ম্যাচ বাই ম্যাচ শেষ করলে আমার কাছে ভালো একটা দিক হবে। দশটা ম্যাচ যেহেতু আমার আছে, ইনশা আল্লাহ যদি শেষ করতে পারি…। সেমিফাইনাল এবং ফাইনাল আছে, যদি শেষ করতে পারি, ওভারঅল ভালো একটা টার্গেট হবে আমার জন্য।’

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর