শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুপার লিগের ধারণা এখনো অটুট আছে: লাপোর্তা

সুপার লিগের ধারণা এখনো অটুট আছে: লাপোর্তা

 

বিতর্কিত ইউরোপীয় সুপার লিগ আয়োজনের প্রকল্পটি এখনো অটুট রয়েছে বলে জানিয়েছেন বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা। যদিও টুর্নামেন্টের প্রতিষ্ঠাকালীন ক্লাবগুলোর অধিকাংশই এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে।

ইউরোপের ধনী ক্লাব হিসেবে পরিচিত বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার্স, জুভেন্টাস ও ইন্টার মিলানকে নিয়ে চলতি বছর এপ্রিলে নতুন টুর্নামেন্ট ইউরোপীয় সুপার লিগ আয়োজনের ঘোষণা করা হয়। কিন্তু সমর্থকরা এর প্রতিবাদ জানালে দ্রুত অধিকাংশ ক্লাব সেখান থেকে সরে দাঁড়ায় এবং এ জন্য ক্ষমা প্রার্থনা করে।

উয়েফার হুমকির মুখে ৯টি ক্লাব সরে আসলেও বিকল্প এই টুর্নামেন্টের ধারণা থেকে সরে আসেনি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। 

লাপোর্তা বলেন, বার্সেলোনা এখনো ওই পরিকল্পনায় আছে।  টেলিভিশন চ্যানেল এস্পোর্ট থ্রি’কে তিনি বলেন, প্রকল্পটি এখনো অটুট আছে। এই প্রকল্পের সমর্থনে সব ধরনের মামলায়ও জয়ী হয়েছে এই ক্লাব তিনটি। উয়েফা এটিকে আটকাতে পারবে না। চাপ দিতে পারবে না প্রকল্পে যোগ দেয়া ইংলিশ ক্লাবগুলোকেও। এটি যে আরো ভাল ভাবে শুরু হবে সেটি নিশ্চিত।

এদিকে আর্থিক সংকটে পড়ার পরও লাপোর্তা বলেছেন, ব্রাজিলীয় তারকা নেইমারকে ক্যাম্প ন্যুয়ে ফিরিয়ে আনার জন্য তিনি প্রস্তাব দিয়ে রেখেছেন। চার বছর আগে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি বার্সা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি জমিয়েছিলেন।

বার্সা প্রধান বলেন, আমরা নেইমারকে দলে ভোড়ানোর চেস্টা করছি। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এখানে আসতে চান। তিনি এই ক্লাবে ফেরার জন্য উদগ্রীব। কিন্তু ব্যাঘাত ঘটিয়েছে লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর