শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সাকিবকে নিয়ে মানুষ প্রশ্ন তোলার সাহস দেখায় কীভাবে’

‘সাকিবকে নিয়ে মানুষ প্রশ্ন তোলার সাহস দেখায় কীভাবে’

নিষেধাজ্ঞা থেকে ফিরলেও নিজেকে ফিরে পাচ্ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঠিকমতো অলরাউন্ডিং পারফরমেন্স করতে পারছিলেন না। বলে উইকেট পেলেও ব্যাটে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। এতেই হতাশ হয়ে পড়েন তার ভক্তরা। কেউ তো সাকিবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন।

তবে চলমান জিম্বাবুয়ে সিরিজে নিজেকে বিশ্বসেরার মতই মেলে ধরলেন সাকিব। সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চাপের মুখে  ১০৯ বলে ৮ চারে সাজানো অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেছে বাংলাদেশ। আর এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে সিরিজও। প্রথম ম্যাচে নিয়েছেন ৯.৫ ওভার বল করে মাত্র ৩০ রানের বিনিময়ে নিয়েছিলেন ৫ উইকেট। এ ম্যাচে ১৫৫ রানে বড় হয়ে পেয়েছিল সফরকারীরা।

এদিন সাকিবের হয়ে শুধু তার ব্যাটই কথা বলেনি, বলেছেন তার সতীর্থ মুশফিকুর রহিম। 

ম্যাচ জেতার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব ও বাংলাদেশ দলের প্রশংসা করে একটি স্ট্যাটাসও দিয়েছেন। সেখানেই সাকিবের সমালোচনাকারীদের নিয়েও একটা প্রশ্ন করেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সিরিজ জয়ের জন্য অভিনন্দন আমার ছেলেদের। ফর্ম সাময়িক, জাতটা স্থায়ী। আমি বুঝি না, কয়েক ইনিংস ব্যর্থ হলেই লোকে সাকিবের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় কীভাবে? সে একজন কিংবদন্তি এবং চিরদিনই বাংলাদেশের জন্য কিংবদন্তি হয়ে থাকবে। ওয়েল ডান সাকিব, মাই বয়!

জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট ম্যাচটি খেললেও ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলছেন না মুশফিক। করোনাক্রান্ত বাবা-মায়ের পাশে থাকতে ওয়ানডে সিরিজ শুরুর আগেই দেশে ফেরেন মুশফিক।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর