শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

 
যুব (অনূর্ধ্ব-১৯) এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আগামী শনিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ।

বৃষ্টির কারণে বৃহস্পতিবার শ্রীলংকার মোরাতুয়ায় ডি জয়সা স্টেডিয়ামে একটি বলও মাঠে না গড়ানোয় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সেমিফাইনালটি পরিত্যক্ত হয়। তবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হবার সুবাদে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এসিসির ওয়েবসাইটে এই কথা বলা হয়েছে।

অপরদিকে অবিরাম বৃষ্টির কারণে কলোম্বোর পি. সারা ওভাল স্টেডিয়ামে ভারত ও শ্রীলংকার মধ্যকার অপর সেমি-ফাইনাল ম্যাচটিও পরিত্যক্ত হয়। ফলে নিয়ম অনুযায়ী ফাইনালে খেলার টিকিট পেয়েছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।

এসিসি জানায়, অবিরাম বর্ষণের কারণে দুই ভেন্যুর একটিতেও ম্যাচ খেলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় দুপুর সোয়া দুইটায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ দু’টি।

তিন ম্যাচের সবকটিতে জয়ী হয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। অপরদিকে অপরাজিত থেকেই ‘বি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছিল বাংলাদেশের যুবারা। এখন গ্রুপ চ্যাম্পিয়ন দল দু’টি ফাইনালে খেলার সুযোগ পাবে।

সেমিফাইনালে স্বাগতিক শ্রীলংকার জন্য ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ হলেও, দুর্দান্ত বোলিং দিয়ে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে যাবার সুযোগের অপেক্ষায় ছিল আফগানিস্তান। গ্রুপ পর্বে তারা প্রথম ম্যাচেই হারিয়েছিল পাকিস্তানকে। ভারতের বিপক্ষেও হাড্ডাহাড্ডি লড়াই করেছে তারা।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর