শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ফাইল ফরম্যাট ‘পিডিএফ’ উদ্ভাবক মারা গেছেন

ফাইল ফরম্যাট ‘পিডিএফ’ উদ্ভাবক মারা গেছেন

অ্যাডোবি’র সহ-প্রতিষ্ঠাতা চার্লস গেশকে ৮১ বছর বয়সে মারা গেছেন। গেশকের হাত ধরে অ্যাডোবি যাত্রা শুরু করে ১৯৮২ সালে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চার্লস গেস্কের মৃত্যু হয়। তার আরেক পরিচয়, বিশ্বব্যাপী ব্যাপকভাবে জনপ্রিয় পোর্টেবল ফাইল ফরম্যাট ‘পিডিএফ’ ডেভেলপের পেছনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চার্লস গেস্ক ও জন ওয়ার্নকের হাত ধরে ১৯৮২ সালে অ্যাডোবির যাত্রা শুরু হয়। বিশ্বের অন্যতম এই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রথমদিকে বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল উদ্ভাবনের পাশাপাশি পিডিএফ সফটওয়্যার ডেভেলপ করা হয়। পিডিএফের কারণেই প্রযুক্তি দুনিয়ায় অ্যাডোবির নাম ছড়িয়ে পরে। পরবর্তীতে তারা ফটোশপ, অ্যাক্রোব্যাট, ইল্যাস্ট্রেটর, প্রিমিয়ারসহ জনপ্রিয় অনেক সফটওয়্যার বাজারে আনে।

অ্যাডোবি প্রধান নির্বাহী শান্তানু নারায়েন জানিয়েছেন, চাক নামে সুপরিচিত গেশকে ডেস্কটপ পাবলিশিং বিপ্লবের স্ফুলিঙ্গটা ছড়িয়ে দিয়েছিলেন।

কর্মীদের উদ্দেশ্যে লেখা এক ইমেইলে শান্তানু লিখেছেন, পুরো অ্যাডোবি কমিউনিটি এবং প্রযুক্তি শিল্পের জন্য এটি বড় একটি ক্ষতি। কারণ তিনি অনেকের জন্য পথপ্রদর্শক ছিলেন, আবার অনেকের জন্য ছিলেন নায়ক।

১৯৯২ সালে অপহরণের শিকার হয়েছিলেন চ‌র্লিস গেশকে। ওই সময়ে জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনামে পরিণত হন তিনি। পরে সাড়ে ছয় লাখ ডলার মুক্তিপণের অর্থ এবং পুলিশের হস্তক্ষেপে উদ্ধার পান গেশকে।

২০০৯ সালে গেস্ক ও ওয়ার্নক উভয়কেই জাতীয় প্রযুক্তি পুরস্কার দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: