শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

হাতে জীবাণু আছে কি-না নিশ্চিত করবে এআই মনিটর

হাতে জীবাণু আছে কি-না নিশ্চিত করবে এআই মনিটর

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বার বার হাত ধুতে বলছেন বিশেষজ্ঞরা। তবে হাত ধুতে হবে সঠিকভাবে, তা নাহলে জীবাণু থেকে বাঁচা যাবে না। হাত ধোয়া সঠিকভাবে হয়েছে কি-না বুঝবেন কীভাবে? তাই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মনিটর উন্মোচন করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠান ফুজিৎসু।

প্রতিষ্ঠানটি দাবি করছে, হাতের জটিল নড়াচড়াগুলো বুঝতে পারে এআই। এমনকি গ্রাহক সাবান ব্যবহার না করলে সেটিও শনাক্ত করতে পারে এ প্রযুক্তি। এআই মনিটরটি স্বাস্থ্যসেবা, হোটেল এবং খাদ্যশিল্পে কাজ করা কর্মীদের সঠিকভাবে হাত ধোয়া নিশ্চিত করবে। খবর বার্তা সংস্থা রয়টার্স

ভালোভাবে হাত ধোয়া নিশ্চিত করতে তিন মাস আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাত ধোয়ার সময় দু’বার ‘হ্যাপি বার্থডে’ গানটি গাওয়ার পরামর্শ দিয়েছে। তারপরও চিন্তা থেকেই যায়। কিন্তু এই প্রযুক্তির ফলে হাতে আর কোনো জীবাণু কি-না, তা নিয়ে চিন্তা করতে হবে না।

করোনাভাইরাসের আগেই জাপানি প্রতিষ্ঠানগুলোর কঠোর স্বাস্থ্যবিধি নীতিমালার অংশ হিসেবে ডিভাইসটি নিয়ে কাজ চলছিল। অপরাধ নজরদারি প্রযুক্তির ওপর ভিত্তি করেই ডিভাইসটি বানানো হয়েছে জানিয়েছে ফুজিৎসু।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: