সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রোগী বহন করছে না টাঙ্গাইলের অ্যাম্বুলেন্সগুলো

রোগী বহন করছে না টাঙ্গাইলের অ্যাম্বুলেন্সগুলো

টাঙ্গাইলের সকল অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি ও চালকরা।গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাফিক পুলিশ এর অ্যাম্বুলেন্স প্রতি দুই হাজার করে টাকা নেয়া ও অ্যাম্বুলেন্স রাখার জায়গার দাবিতে ওই ঘোষণা দেয়া হয়।

এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বন্ধ হওয়া সকল অ্যাম্বুলেন্স টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতা ও চালকরা জানান, বৃহস্পতিবার সকালে ট্রাফিক সার্জেন্ট সাজেদুল ও জামিল টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে সেখানে থাকা সকল অ্যাম্বুলেন্স চালকদের ডেকে এনে বলেন ‘জেলা প্রশাসক ও সদর পুলিশ ফাঁড়ির ওসি সাহেব এখানে অ্যাম্বুলেন্স রাখলে প্রতিটির জন্য দুই হাজার টাকা করে দিতে হবে’। অন্যথায় তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সগুলো সরিয়ে নিতে বলা হয়। ছয়টি অ্যাম্বুলেন্স থেকে দুই হাজার করে টাকা দেয়ার পরও তারা সেখান থেকে সব অ্যাম্বুলেন্স সরিয়ে দেন। এতে চালক ও মালিক সমিতি প্রতিবাদ করায় সার্জেন্টরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অ্যাম্বুলেন্সগুলো রাখার কোনো জায়গা না থাকায় মালিক সমিতির নেতা ও চালকরা অ্যাম্বুলেন্স নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে রেখে দেন। পরে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সাথে বৈঠকে বসেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা।

অ্যাম্বুলেন্স থেকে টাকা নেয়ার বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালের সামনে থাকা ছয়টি অ্যাম্বুলেন্স থেকে দুই হাজার টাকা করে রেকিং বিল আদায় করা হয়েছে। বাকি দুই অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

টাঙ্গাইল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. মোতালেব হোসেন জানান, জেলা প্রশাসকের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি অ্যাম্বুলেন্স রাখার জায়গার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। তবে কোনো কার্যকর ব্যবস্থা না হওয়া পর্যন্ত সকল অ্যাম্বুলেন্স ভাড়া ও চলাচল বন্ধ থাকবে।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্স মালিক সামিতির নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের অ্যাম্বুলেন্স রাখার জায়গা বরাদ্দের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। অতি দ্রুতই জায়গার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর