রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের ৫ম দিনে সুফল ভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের ৫ম দিনে সুফল ভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংগৃহীত

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ এর ৫ম দিনে সুফল ভোগীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হয়।

উক্ত প্রশিক্ষনে আসা সুফলভোগীরা জানান, সিরাজগঞ্জ জেলা অফিসের আয়োজনে এই প্রশিক্ষনে আমরা বাস্তব জ্ঞান অর্জন করেছি। এই জ্ঞান আমাদের মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে, শনিবার (৩ আগস্ট)  সকালে সিরাজগঞ্জ জেলা মৎস্য কার্যালয়ের সম্মেলন কক্ষে সুফল ভোগীদের নিয়ে  প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান এবং  অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজগঞ্জ সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন । 

এ সময়ে  জেলা ও সদর উপজেলা  মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং সুফলভোগীরা  উপস্থিত ছিলেন। 

সর্বশেষ: