
সংগৃহীত
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুড়িয়া মল্লিকপাড়ায় একটি মুদি দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম জসমত (৩৫)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের পূর্ব শ্যামপুরের গ্রামের চান মিয়ার ছেলে। বর্তমানে তিনি ভদ্রঘাট গুচ্ছগ্রামে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দোকানের ভেতরে শব্দ শুনে নৈশপ্রহরী আবু সাইদ দোকান মালিক হাসানকে খবর দেন। পরে দোকান মালিক এসে আশেপাশের লোকজন ডেকে চোরকে ধরার চেষ্টা করলে সে দোকানিকে কিল-ঘুষি মেরে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করে বেঁধে রাখে।
অভিযোগ রয়েছে, ওই রাতেই এলাকাবাসীর একটি বাড়ি থেকে একটি মোবাইল ফোনও চুরি করেছে সে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, গভীর রাতে দোকানে চুরি করতে গিয়ে এক ব্যক্তি ধরা পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।