সংগৃহীত
শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী মরিয়ম খাতুন তার মেঝ মেয়ের স্বামী আজিজুলের দুর্ব্যবহার সহ্য করতে না পেরে বুধবার গভীর রাতে নিজের ঘাড়ে কাঠের ধরনার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের প্রতিবেশিরা জানান, বিয়ের পর থেকেই কল্পনা ও তার স্বামী আজিজুল দীর্ঘদিন তার মায়ের বাড়িতেই বসবাস করছিল কিন্তু গত মঙ্গলবার কথা কাটাকাটির জেরে তার স্বামী তার মাকে সিলভারের কলস ঢিল দিয়ে ঠোঁট ফাটিয়ে দেয় এছাড়া মেয়ের স্বামীর অকথ্য বকাবাজি ও দুর্ব্যবহার সহ্য না করতে পেরে মরিয়ম খাতুন আত্মহত্যা করে।
নিহতের মেয়ে কল্পনা খাতুন জানান, বুধবার গভীর রাতে আমার মাকে শয়ন ঘরে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখতে পেলে আমি চিৎকার করলে আমার বোন এবং স্বামী এসে লাশ দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী পিপিএম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু (ইউ ডি) মামলা হয়েছে।












