শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা

বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা

‘প্রকৃতি বাঁচলে-ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঁচবে’ শ্লোগানে দেশের ৩০টি জেলার প্রতিনিধি নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিনভর সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সভার উদ্বোধন করেন পিস অ্যান্ড হারমোনি ট্রাস্টেও সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আনিস মুহম্মদ।

বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাস, আদিবাসী গবেষণা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির প্রমুখ।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডাশেনের পক্ষ থেকে নেতৃবৃন্দ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য নিরাপত্তা, সংসদে ৫% সংরক্ষিত কোঠা, পৌরসভা ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ সংরক্ষিত কোঠা, ভূমি বিরোধ নিরসন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা, কৃষ্ঠিকালচার সংরক্ষণসহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: