শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

চৌহালীতে দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

চৌহালীতে দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র 'এই স্লোগানে সিরাজগঞ্জের চৌহালীতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার খাষকাউলিয়া ও খাষপুকুরিয়াসহ ৭ ইউনিয়নের দুর্গমচরে রাস্তার প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায় ৯১০ জন নারী-পুরুষ দিনমজুর নিয়ে ৪০ দিনের কাজে প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন, চৌহালী উপজেলা চেয়ারম্যান ও আ'লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন সরকার ৷এসময় ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোহাম্মদ মজনু মিয়া, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য রবিউল ইসলাম ও আব্দুল আলিমসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের বাকি কাজ গুলো একযোগে উদ্বোধন করবেন উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন ৷ প্রসঙ্গ:-এ উপজেলায় প্রায় ৯১০ জন শ্রমিক (ইজিপিপি) প্রকল্পে অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে৷

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া জানান,২০২২ -২০২৩ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি আওতায় ২য় পর্যায়ের কাজ উদ্বোধন করার হয়েছে । উল্লেখ্য:-উপকারভোগী সংখ্যা ৯১০ জন আর প্রতিদিন পাবে ৪০০ টাকা করে ৷

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: