বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কাজিপুরের সোনামুখী ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

কাজিপুরের সোনামুখী ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন কিংবা বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি- প্রতিপাদ্যে কাজিপুরের সোনুমুখীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হরিনাথপুরে আয়োজিত এই সমাবেশ বৃহস্পতিবার দুপুরে অনৃষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সোনামুখী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। সভায় বক্তব্য রাখেন সোনামুখী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন মিয়া, সোনামুখী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই আসাদুজ্জামানসহ বাজার কমিটির সদস্যগণ। এসময় এলাকার ব্যবসায়ী, কৃষক, শিক্ষক, ইমাম, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় মূল বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত। তিনি বলেন, বর্তমান পুলিশ মাদক, জুয়া আর অবৈধ সব কার্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। হাটে মাঠে ঘাটে স্ট্যান্ডে কোথাও পুলিশ চাঁদার জন্যে যায়না। অত্রএব তাদের কোন দুর্বলতাও নেই। সৎভাবে জীবন যাপন করুন, পুলিশ আপনার পাশে সবসময় রয়েছে। যেকোন বিপদে আমরা আপনাদের সেবায় নিয়োজিত। কিন্তু কোন প্রকার অবৈধ তদ্বির বা অনৈতিক কোন কাজ আপনারা করবেন না। সেটি রাখা সম্ভব হবে না। সমাজ থেকে মাদক জুয়া আমরা বন্ধ করি। তাহলে আপনার সন্তানরাই নিরাপদে থাকবে।

আলোকিত সিরাজগঞ্জ