বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে ডাঃ ইউনুস আলী খান স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

শাহজাদপুরে ডাঃ ইউনুস আলী খান স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

গরিবের ডাক্তার হিসেবে খ্যাত প্রয়াত ডাঃ ইউনুস আলী খান স্মরণে সিরাজগঞ্জের শাহজাদপুরের ডা: ইউনুস আলী খান ডায়াগনস্টিক সেন্টারে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় ডাঃ ইউনুস আলী খান ফাউন্ডেশনের আয়োজনে তারই কনিষ্ঠ কন্যা ড. প্রিসিলা খান মলির সভাপতিত্বে ও মনিরুল গণি চৌধুরী শুভ্র’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন ও উপজেলা আ.লীগের যগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ।

আমেরিকা থেকে ভার্চুয়ালী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন, প্রয়াত ডাঃ ইউনুস আলী খানের সহধর্ধিনী বেগম হাসনা হেনা, বড় মেয়ে ডাঃ ইসমত আরা পারভীন, মেঝো মেয়ে কানিজ ফাতেমা মিতা ও ছোট মেয়ে জামাই তারিকুল ইসলাম টুটুল প্রমূখ।

জানা যায়, শাহজাদপুর পৌর শহরের ডা: ইউনুস আলী খান ডায়াগনস্টিক সেন্টারে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও দুঃস্থ্য জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ডা: ইউনুস আলী খান ডায়াগনস্টিক সেন্টারের মেডিক্যাল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস অন্তর, মো. ফারুক হামিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাসুক রহমান সুর্য্য সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতিদিন শনিবার থেকে বৃহস্পতিবার চিকিৎসা সেবা প্রদান করবেন গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগে অভিজ্ঞ ও সনোলজিস্ট ডাঃ জান্নাতুল ফেরদৌস অন্তর, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মো. সানোয়ার হোসেন ও মেডিসিন ও ডায়বেটিস রোগে অভিজ্ঞ ডাঃ মাহবুবুল হাসান তুহিন।

উল্লেখ্য, শাহজাদপুরের বিশিষ্ট চক্ষু চিকিৎসক গরিবের ডাক্তার হিসেবে খ্যাত ডা. ইউনুস আলি খান করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৪ জুন ঢাকা ইমপালস্ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হন। পরদিন ২৫ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আলোকিত সিরাজগঞ্জ