বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সলঙ্গায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত

সলঙ্গায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত

“স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সলঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় সলঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্র হতে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে সলঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

শেষে উপস্বাস্থ্য কেন্দ্রের স্যাকমো ডাঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সলঙ্গা বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন সরকার, সানোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বেলাল হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, ফার্মাসিষ্ট আব্দুল মতিন, মোক্তার হোসেন প্রমুখ।

এছাড়াও থানার ৬টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও সংশ্লিষ্টরা জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন করেন। বক্তাগন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।

যার সুফল জনগন ইতিমধ্যেই পেতে শুরু করেছেন। প্রতিটি ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্র ছাড়াও চিকিৎসা সেবাকে মানুষের দৌড় গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে ইউনিয়ন হতে গ্রাম পর্যায় পর্যন্ত স্বাস্থ্য সেবা পৌছে দিতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

শেখ হাসিনার সরকার প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালু করেছেন। সেখানে সিএইচসিপিদের মাধ্যমে সারা দেশে প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন। স্বাস্থ্য ক্ষাতে সরকারের এ উদ্যোগ সারা বিশ্বে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: