শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

চৌহালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চৌহালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই শহীদদের বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করেছে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামিলীগ , উপজেলার সরকারী সকল দপ্তর সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। একুশের প্রথম প্রহর (১২টা ১ মিনিটে) উপজেলা শহীদ মিনারে পুষ্প অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে কাঁঠাল বাগান চত্তরে ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তারের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক হোসেন সরকার। অনুষ্ঠানে আরও ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি মো: তাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের উপদেষ্টা হযরত আলী মাষ্টার, থানার ওসি হারুন অর রশিদ, কৃষিবিদ মোহাম্মদ আতিকুর রহমান, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা: জান্নাতি প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: