শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় আমগাছে থোকায় থোকায় মুকুল, মৌমাছিদের মধু আহরনের গুঞ্জন

উল্লাপাড়ায় আমগাছে থোকায় থোকায় মুকুল, মৌমাছিদের মধু আহরনের গুঞ্জন

মাঘের শেষ বিদায়ে আম্র মুকুলে ভরে গেছে আম গাছের ডাল। বাংলার ষড়ঋতুর পরিক্রমায় শীতকাল দাড়িয়ে আছে বিদায় লগ্নে। “ফালগুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে আম্র মুকুল। চঞ্চল মৌমাছি গুঞ্জুরি গায়ে, বেণুবনে মর্মরে দক্ষিণা বায়ে”। ফালগুনে আমের মুকুল আসার কথা, কিন্তু মাঘেই তা দেখা দিয়েছে।

অথচ ফালগুনেই আম্র মুকুল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “ফালগুন” কবিতায় তা যথার্থভাবেই ফুটিয়ে তুলেছেন। পহেলা ফালগুন বসন্ত কাল শুরু হয়েছে। আমগাছের ডালে ডালে থোকায় থোকায় মুকুল ফুটেছে। বসন্তের হিমেল হাওয়ায় দুলছে মুকুল, আর চারি দিকে ছড়িয়ে দিচ্ছে ম ম সুবাস। সেই সুবাসিত মুকুলের চারিপার্শ্বে চঞ্চল মৌমাছিদের মধু আহরনের গুঞ্জন শোনা যাচ্ছে। ফালগুনের আগুন রাঙারুপে সাজে প্রকৃতি । ফুলে ফুলে সুবাসিত হচ্ছে চারি দিক । মৌমাছিরা ফুল থেকে মধু আহরনে ব্যস্ত হয়ে পড়েছে । বাংলার ষড়ঋতুর চিরচেনা রুপের মাধুরিতে মেতে উঠছে প্রকৃতি। উপজেলার সর্বত্রই এখন আমগাছে ফুটেছে থোকায় থোকায় মুকুল ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: