শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কামারখন্দে সড়ক এবং জলপথে নিরাপত্তার গনসচেতনতায় সেমিনার

কামারখন্দে সড়ক এবং জলপথে নিরাপত্তার গনসচেতনতায় সেমিনার

উপজেলা পর্যায়ে সড়ক এবং জলপথে নিরাপত্তার জন্য গনসচেতনতা তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে  সিরাজগঞ্জের কামারখন্দে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সড়ক এবং জলপথে নিরাপত্তার জনক গণসচেতনতায় তৈরীর কর্মশালা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোম্মাদ ইব্রাহিমের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয় ।

এসময় সড়কে চলাচলের জন্য কি কি ধরনের সেফটি ব্যবহার করা দরকার তার ওপর বিশদ আলোচনা করা হয় এবং নদী পুকুর ডোবায় এবং বর্ষাকালে পানিতে পরে শিশু মৃত্যু রোধে কি কি করণীয় সে বিষয়গুলো উল্যেখ করে বক্তারা বক্তব্য দেন ।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ অফিসার ইমান আলী, কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমুনুল হক, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি দুলাল হোসেন মন্ডল-সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি গ্রহণের একাংশ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: