বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সলঙ্গায় ক্ষুদে ডাক্তারদের হাতে কৃমিশাশক খেলেন শিক্ষার্থীরা

সলঙ্গায় ক্ষুদে ডাক্তারদের হাতে কৃমিশাশক খেলেন শিক্ষার্থীরা

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে রবিবার সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রাথমিক বিধ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের হাতে কৃমিনাশক ট্যাবলেট খেলেন স্কুলের শিক্ষার্থীরা।

বোয়ালিয়ারচর সপ্রাবি এর প্রধান শিক্ষক সাবিহা সুলতানা জানান, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ জন শিক্ষার্থীকে প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার টিম গঠন করা আছে।

এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ১০ টায়  অত্র বিদ্যালয়ে কৃমিনাশক এ ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু হয়।  এছাড়াও এরান্দহ মাঝিপাড়া সরঃ প্রাঃবিঃ, হোড়গাতি সরঃ প্রাঃ বিঃ, ঘুড়কা ইউপির শ্রীরামেরপাড়া সরঃ প্রাঃ বিঃ, মধ্যপাড়া ভরমোহনী সরঃ প্রাঃ বিঃ, ঘুড়কা সরঃ প্রাঃ বিঃ, ধুবিল ইউপির আমশড়া সরঃ প্রাঃ বিঃ, নৈপাড়া সরঃ প্রাঃ বিঃ, খারিজা ঘুঘাট সরঃ প্রাঃ বিঃ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃমিনাশক এ ট্যাবলেট খাওয়ানো হয়েছে বলে জানা গেছে। 

আলোকিত সিরাজগঞ্জ