শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের সবচেয়ে সুন্দর মসজিদ ‘মসজিদ-ই-নওয়াজিশ’

সিরাজগঞ্জের সবচেয়ে সুন্দর মসজিদ ‘মসজিদ-ই-নওয়াজিশ’

‘মসজিদ-ই-নওয়াজিশ’ সিরাজগঞ্জের সবচেয়ে সুন্দর মসজিদ। দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর কারণে দিনদিন দর্শনীয় স্থানে পরিণত হচ্ছে মসজিদটি। কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি দেখতে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন আসছেন হাজারো দর্শনার্থী।

সদর উপজেলা কালিয়া হরিপুরের এ মসজিদ নিজ অর্থায়নে নির্মাণ করেছেন শিল্পপতি জুলফিকার হায়দার লিটন। মসজিদের সামনে রয়েছে পুরাতন জমিদার বাড়ির পুকুর, দৃষ্টিনন্দন পুকুর ঘাট, পুকুরের চারপাশে ফুলের বাগান। যা দেখে চোখ জুড়িয়ে যায় সবার।

সিরাজগঞ্জ শহর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে ও কড্ডার মোড় থেকে পাঁচ কিলোমিটার উত্তরে অবস্থিত ‘মসজিদ-ই-নওয়াজিশ’।

সিরাজগঞ্জ শহর থেকে আসা এক দর্শনার্থী বলেন, আমাদের জেলায় এত সুন্দর মসজিদ আছে জানা ছিল না। এটি আসলেই আনন্দের বিষয়। আমার মনে হয়, এটিই সিরাজগঞ্জের সবচেয়ে সুন্দর মসজিদ।

আরেক দর্শনার্থী বলেন, ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে এ মসজিদ দেখতে এসেছিলাম। এখানে জুম্মার নামাজ আদায় করেছি। এখন আবার এসেছি।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন বলেন, ডা. নওশের আলী মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে তার ছেলে শিল্পপতি জুলফিকার হায়দার লিটন ‘মসজিদ-ই-নওয়াজিশ’ নির্মাণ করেছেন। পথচারী, গ্রামের মুসল্লিদের পাশাপাশি দর্শনার্থীরা এ মসজিদে নামাজ আদায় করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: